সারাংশঃ
সব ঠাঁই মোর ঘর আছে, আমি
সেই ঘর মরি খুঁজিয়া
দেশে দেশে মোর দেশ আছে, আমি
সেই দেশ লব বুঝিয়া।
পরবাসী আমি যে দুয়ারে চাই-
তার মাঝে মোর আছে যেন ঠাঁই,
কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই,
সন্ধান লব বুঝিয়া;
ঘরে ঘরে আছে পরম আত্মীয়,
তারে আমি ফিরি খুঁজিয়া !
সারমর্মঃ
সংকীর্ণতার মধ্যে কোন আনন্দ বা মুক্তি নেই। উদার হৃদয়ে পৃথিবীর সব মানুষকে ভালবাসতে পারলেই জীবন সার্থক ও সুন্দর হয়ে উঠে। বৃহৎজগতের সাথে নিজেকে বিলিয়ে দিয়ে বিশ্বের সব মানুষের আত্মীয় হতে পারলে নিজ স্বার্থের শেকলটা ছিড়ে যায়। তখন পরের ঘর আর পর থাকে না। সকল মানুষেই তখন আপনজন হয়ে যায়।