সারাংশঃ
তোমার মাপে হয়নি সবাই
তুমিও হওনি সবার মাপে,
তুমি মর কারো ঠেলায়
কেউ বা মরে তোমার চাপে।
তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি,
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেক খানি।
******
মনেরে তাই কহ যে,-
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
সারমর্মঃ
পৃথিবীতে ছোট-বড়, ধনী-গরীব, ভালো-মন্দ, বাঁচা-মরা আর পাওয়া না পাওয়ার মাঝে নিরন্তর দ্বন্দ্ব লেগেই আছে। জীবনে ভালো-মন্দ যাই ঘটুক, সকলকে আপন করে নিয়ে, সকলের সাথে সম্প্রীতি বজায় রেখে সহজভাবে মিলেমিশে চলতে পারলেই প্রকৃত সুখ পাওয়া যায়।