সারাংশঃ
দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে,
মাথা উচু রাখিস।
সুখের সাথি মুখের পানে যদি নাহি চাহে,
ধৈর্য ধরে থাকিস।
রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে
বুক ফুলিয়ে দাঁড়াস,
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে
উর্ধে দুহাত বাড়াস।
সারমর্মঃ
জীবনের দুঃখ দারিদ্রের মধ্যে কোন লজ্জা নেই, বরং কারো মুখাপেক্ষি হওয়ার মধ্যেই লজ্জা । তাই বিপদে র্ধৈয ধারন করে দুঃখ দারিদ্রকে সাহস ও মনোবল দিয়ে প্রতিহত করতে হবে।