যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন-সারাংশ / সারমর্ম

সারাংশঃ

যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন

সেইখানে যে চরণ তোমার রাজে

সবার পিছে, সবার নিচে, সব-হারাদের মাঝে।

যখন তোমায় প্রণাম করি আমি

প্রণাম আমার কোনখানে যায় থামি-

তোমার চরণ যেথায় নামে অপমানের তলে

সেথায় আমার প্রণাম থামে নাযে

সবার পিছে, সবার নিচে, সব-হারাদের মাঝে।

সারমর্মঃ

বিধাতা সর্বহারা দীনদুঃখীদের মাঝেই বিরাজ করেন। ঐশ্বর্যের মাঝে বিধাতাকে পাওয়া যায় না, তাকে পেতে হলে, ভালবাসতে হলে- আগে দীনদুঃখীদের ভালবাসতে হবে। কারণ দুঃখী আর অবহেলিতদের মাঝেই বিধাতা বিরাজমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!