ঈদ নিয়ে সুন্দর জোকসঃ আপনাদের জন্য নিয়ে এলাম অনেক মজার ঈদ নিয়ে সুন্দর জোকস । আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। Read more >>> হাসির কৌতুক
ঈদ নিয়ে সুন্দর জোকস
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম
ঈদের দিন একেবারে ভোরবেলা শপিং কমপ্লেক্সের দারোয়ানের কাছে ফোন এল- ভাই আপনাদের শপিং কমপ্লেক্স কখন খুলবেন ?
দারোয়ান বলে স্যার আজতো ঈদের দিন। আজ আর খোলা হবে না। একেবারে ঈদের তিনদিন পর খুলব।
কাস্টমারঃ প্লিজ ভাই আজকে কি একটু খোলা যায় না, মাত্র পাচ মিনিটের জন্য ? ফোনের ওপাশ থেকে করুণ মিনতি ভেসে আসে।
দারোয়ানঃ কেন ভাই, আপনার কী এমন জরুরি দরকার? ফোনের ওপাশ থেকে উত্তর আসে, না ভাই, কিছু কিনব না শপিং কমপ্লেক্স থেকে বের হব। কাল রাতে বউ-বাচ্চা নিয়ে শপিং করতে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
রঙিন টিভি
হাসানের বউ বায়না ধরেছে এবার ঈদে সব অনুষ্ঠান রঙিন টিভিতে দেখবে। তো কী আর করা। বউয়ের আবদার বলে কথা। হাসান গেল টিভির দোকানে। পুরো দোকান ঘুরে বেশ ভাব নিয়ে হাসান সেলসম্যানকে জিজ্ঞেস করে,ঔ মিয়া তোমার দোকানে ভালো রঙিন টিভি আছে ?
সেলসম্যানঃ আপনার কোনটা লাগবে শুধু বলেন একবার।
হাসানঃ গম্ভীরভাবে বেশ কিছুক্ষণ চিন্তা করে বলে, আমাকে একটা সবুজ রঙের টিভি দাও তো দেখি দেখতে কেমন লাগে।
সেলসম্যানঃ জি স্যার কি বললেন ঠিক বুঝলাম না। সবুজ রঙের টিভি লাগবে ?
হাসানঃ ঠিকই ধরেছ । দাও তারাতারি করে বউ আমার রঙিন টিভি দেখবে আবদার করছে। তারাতারি দাও দেরি করোনা।
ছাড় দিয়েছি
ক্রেতাঃ ঈদে সবাই কিছু না কিছু ‘ছাড়’ দিচ্ছে, আপনারা দিচ্ছেন না কেন ?
বিক্রেতাঃ আমরা এবার এই ‘ছাড়’ শব্দটাকেই ছাড় দিয়েছি।
সিগারেট খোর
এক লোক গ্রামের সব সিগারেট খোর লোককে একত্র করলেন সিগারেটের অপকারিতা সম্পর্কে বুঝানোর জন্য । প্রথমে তিনি একটা কাচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ঐ জারে একটি পোকা ঢুকিয়ে দিলেন । কিছুক্ষণ পর দেখলো পোকাটি মারা গেল।
তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, ঐ থেকে আপনারা কি শিখলেন ? এক সিগারেট খোর লোক দাড়িয়ে বললো, এ থেকে আমরা শিখলাম, যে সিগারেট খেলে পেটের সব পোকামাকড় মারা যায়।
হবু পুত্র বধূ
এক পিচ্ছি মেয়ে দোকানদারকে বলছে ….
মেয়েঃ আচ্ছা আঙ্কেল আমি যখন বড় হবো তখন আপনি কি আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন ?
দোকানদারঃ মুচকি হেসে বললো হ্যাঁ মামনি অবশ্যই বিয়ে দিবো।
মেয়েঃ ঠিক আছে, তাহলে আপনার হবু পুত্র বধূকে ফ্রি দুইটা আইসক্রিম দেন দেখি।
ওজু করিনাই
চাচা হুজুর। কিন্ত তার ভাতিজা একদম নামাজ পড়ে না।
চাচা ভাতিজা অনেক বুঝালেন । কিছুতেই কিছু কাজ হচ্ছে না । শেষমেষ চাচা ভাতিজাকে বললো।
শুন ভাতিজা এখন থেকে তুই নামাজ পড়লে আমি তোকে ৫ টাকা করে দেবো।
ভাতিজা মহা খুশি। সে খুশি মনে নামাজ পড়তে গেল। নামাজ পড়ে এসে চাচাকে বললো,
চাচা, নামাজ পড়ে এসেছি এবার টাকা দাও।
চাচা বললো কিসের টাকা তুই নামাজ পড়ছিস নেকী পাইছিস । তোকে আবার টাকা কেন দিব ।
ভাতিজা বললো আমি জানতাম তুমি এমন করবা তাই আমিও কম না । আমি নামাজ পড়ছি ঠিকই কিন্তু ওজু করি নাই।
ঈদের দিন রিকশা পাওয়াই দায়
ঈদের দিন রিকশা পাওয়াই দায়, এক লোক রিকশার জন্য দাড়িয়ে থাকতে থাকতে রেগে লাল, শেষে এক রিক্সাওয়ালাকে পেয়ে ডাক দিয়ে বলল- এই রিক্সা যাইবা ?
রিক্সাওয়ালা জানতে চাইলো কই যাইবেন ?
লোকটি বলল-জাহান্নামে ?
রিক্সাওয়ালা বললো -ভাড়া বেশি দেওন লাগবো, আসার সময় খালি আহন লাগে ।
বিরিয়ানি মিলবে
ঈদের দিন কোনো এক প্রতিবেশির বাড়িতে দাওয়াত খেতে গেছে পল্টূ ও তার পরিবার, কিন্তূ খাবার না দিয়ে শুধু পানি ও সরবত দেয়া হচ্ছিলো সবাইকে,,,,
পল্টূ তখন বিরক্ত হয়ে বললো,
ভাইজান গলায় পানি আটকে গেছে একটু বিরিয়ানি মিলবে ….?