ছোটদের ছড়া কবিতাঃ সোনামনিদের জন্য নিয়ে এলাম পুরনো দিনের ছোটদের ছড়া কবিতা। আশা করছি সোনাবাবু ও সোনাবাবুদের পড়ে অনেক মজা লাগবে। আরো পড়ুন >>> ছোটদের ছড়া কবিতা
ছোটদের ছড়া কবিতা
আম পাতা জোড়া জোড়া
আম পাতা জোড়া জোড়া
মারব চাবুক চলবে ঘোড়া !
ওরে বুবু সরে দাঁড়া
আসছে আমার পাগলা ঘোড়া
পাগলা ঘোড়া ক্ষেপেছে
চাবুক ছুড়ে মেরেছে।
আয়রে আয় টিয়ে
আয়রে আয় টিয়ে
নায়ে ভরা দিয়ে !
নাও নিয়ে গেল বোয়াল মাছে,,
তাই না দেখে ভোঁদড় নাচে !
ওরে ভোঁদড় ফিরে চা
খুকুর নাচন দেখে যা !!
আতা গাছে তোতা পাখি
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মউ !
এত ডাকি তবু
কথা কও না কেন বউ !!
চাঁদ মামা
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা !
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা !
ধান ভাঁনলে কুঁড়ো দেবো,
মাছ কাটলে মুড়োঁ দেবো,
ধুদ খাবার বাটি দেবো,
চাঁদের কপালে চাঁদ টিপ দেয় যা !!
বাক বাকুম পায়রা
বাক বাকুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কাল কি
চড়বে সোনার পালকি !!
হাট টিমা টিম টিম
হাট টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম !
তাদের খাড়া দুটো শিং
তারা হাট টিমা টিম টিম !!
মামার বাড়ি
আয় ছেলেরা আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই !
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ,
পাকা জামের মধুর রসে
রঙিন করি মুখ !!!!
নোটন নোটন পায়রাগুলি
নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে,
ওপারেতে ছেলে মেয়ে
নাইতে নেমেছে !!
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে উঠেসে,
কে দেখেছে কে দেখেসে
দাদা দেখেছে !
দাদার হাতে কলম ছিল
ছুড়ে মেরেছে,,,,
উঃ বড্ড লেগেছে !!!!
কানাবগীর ছা
ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ
ঐ খানেতে বাস করে
কানাবগীর ছা !!
ও বগী তুই খাস কি ?
পানতা ভাত চাস কি ?
পানতা আমি খাই না ?
পুটি মাছ পাই না,,,,
একটা যদি পাই !
অমনি ধরে গাপুস গুপুস খাই !!!!
আমাদের ছোট নদী
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাটুজল থাকে !!
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উচু তার, ধালু তার পাড়ি !!
চিকচিক করে বালি, কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা !
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেঁয়ালের হাঁক !!!!
খোকন খোকন ডাক পাড়ি
খোকন খোকন ডাক পাড়ি,
খোকন মোদের কার বাড়ি ?
আয়রে খোকন ঘরে আয়,
দুধ মাখা ভাত কাকে খায় !!!!
আমি হব
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুমবাগে
উঠব আমি ডাকি !!
সূর্য্য মামা জাগার আগে
উঠব আমি জেগে,
হয়নি সকাল, ঘুমো এখন,
মা বলবে রেগে !!
বলব আমি- অলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয় নি সকাল, তাই বলে কি ?
সকাল হবে না ক ?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে !!!!
আমার পণ
সকালে উডিয়া আমি মনে মনে বলি,
সারা দিন আমি যেন ভালো হয়ে চলি !!
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে !!!!
ভোর হলো
ভোর হলো দোর খোল
খুকুমণি ওঠ রে,
ঐ ডাকে জুঁই -শাখে
ফুল-খুকি ছোট রে !
খুলি হাল তুলি পাল
ঐ তরি চলল
এইবার এইবার
খুকু চোখ খুলল
অলসে নয় সে,
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে !!!!
ব্যাঙের বাসা
তাতিঁর বাড়ি ব্যাঙের বাসা
কোলা ব্যাঙের ছা !
খায় দায় গান গায়
তাইরে নাইরে না !!!!
পাল্কীর গান
পাল্কী চলে পাল্কী চলে !
গগন-তলে আগুন জ্বলে !
স্তব্ধ গাঁয়ে আদুল গায়ে
যাচ্ছে কারা রৌদ্রে সারা
ময়রামুদি চক্ষু মুদি ,
পাটায় বসে ঢুলছে কষে !
দুধের চাঁছি শুষছে মাছি,
উড়ছে কতক ভনভনিয়ে !
আসছে কারা হন, হনিয়ে ?
হাটের শেষে রুক্ষ বেশে
ঠিক দুপুরে ধায় হাটুরে !
কুকুর গুলো শুকছে ধূলো,
ধুঁকছে কেহ ক্লান্ত দেহ !!
গঙ্গা ফড়িং লাফিয়ে চলে,
বাঁধের দিকে সূর্য্য ঢলে !
পাল্কী চলেরে, অঙ্গ টলেরে !
আর দেরি কত ?
আর কত দূর ?
ট্রেন
ঝক ঝক ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই !
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই ?
একটু জিরোয়, ফের ছুটে যায়
মাঠ পেরুলেই বন !
পুলের উপর বাজনা বাজে
ঝন ঝনাঝন ঝন !!
দেশ বিদেশে বেড়ায় ঘুরে
নেইকো ঘোরার শেষ !
ইচ্ছে হলেই বাজায় বাঁশি,
দিন কেটে যায় বেশ !!!!
আমাদের গ্রাম
তোমাদের গ্রামে বৃষ্টি কি নামে
রেল গাড়ি থামে
রেল গাড়ি ঝিকঝিক
বালু করে চিকচিক
রেল গাড়ী ঝমঝম
আইকম বাইকম
আমাদের গ্রামে বৃষ্টিও নামে
রেল গাড়িও থামে !!””””