ছোটদের ছড়া কবিতাঃ ছোট খোকা মনি ও খোকা বাবুদের জন্য নিয়ে এলাম অনেক মজার ও আনন্দের ছোটদের ছড়া কবিতা । আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আরো পড়ুন>>> ছোটদের ছড়া কবিতা . ছোটদের মজার ছড়া ও কবিতা
ছোটদের ছড়া কবিতা
ছোটদের ছড়া
জলপরী তুই জলে যা
কোথেকে এক পরী এলো
মনটা আমার নিয়ে গেলো,,,,
যা পরী তুই চলে যা
জলপরী তুই জলে যা !!””
জলপরী তুই শুনে যা
খানিক স্বপ্ন বুনে যা,,,,
রাতের তারা গুণে যা !!””
জলপরী তুই অনেক সুখী
হাসলে ফুটে সুর্যমুখী,,,,
ঠোঁটের ফাঁকে মুক্তোর উকি !!””
জলপরী তুই থাকিস কোথায়
সঙ্গে নিবি আমায় সেথায়,,,,
ভালোবাসি তোকেই যে তাই !!”””
এক হাত লম্বা বলরাম
এক হাত লম্বা বলরাম
দুই হাত লম্বা শিং,,,,
নাচেরে বলরাম
তা ধিন, তা ধিন !!”””
ভয় পেয়ো না, ভয় পেয়ো না
ভয় পেয়ো না, ভয় পেয়ো না,
তোমায় আমি মারবো না,,,
সত্যি বলছি কুস্তি করে
তোমার সঙ্গে পারবো না !!””
মনটা আমার বড্ড নরম
হাড়ে আমার রাগটি নেই,,,,
তোমায় আমি চিবিয়ে খাব
এমন আমার সাধ্য নেই !!”””
খোকন যাবে শশুরবাড়ী, খেয়ে যাবে কি ?
খোকন যাবে শশুরবাড়ী, খেয়ে যাবে কি ?
ঘরে আছে গমের ময়দা, শিকেয় আছে ঘি !!”””
একটু খানি দাড়াও খোকন, জিলিপি ভেজে দি,,,,
খোকন যাবে শশুর বাড়ি, খেয়ে যাবে কি !!””””
বিড়ালছানার জন্মদিনে
বিড়াল ছানার জন্মদিনে
আসলো কুকুরছানা,,,,
মুরগি, হাঁস আর ইদুরছানার
ব্যাপার ছিল জানা !!””
দাওয়াত পেয়ে আসলো সবাই
আসলো চড়ই ছানা
বাঁদরছানা আনলো কেক আর
অনেক রকম খানা !!”””
সবাই তখন আসলো তখন
বললো কুকুর-ঘেউ
বিড়ালছানার জন্মদিনে
গাইবেনা গান কেউ ??
সবাই মিলে গাইলো গান
-বার্থডে হ্যাপি ইউ
বললো হ্যাপি মিউ !!””
ছোটদের কবিতা
নাচের বাতিক
বয়স হল অষ্টআশি, চিমসে গায়ে ঠুনকো হাড়
নাচছে বুড়ো উল্টোমাথায়, ভাঙলে বুঝি মুন্ড ঘাড় !!””
হেইয়ো বলে হাত পা ছেড়ে পড়ছে তেড়ে চিৎপটাং,,,
উঠছে আবার ঝটপটিয়ে এক্কেবারে পিঠ সটান !!”””
বুঝিয়ে বলি, বৃদ্ধ তুমি এই বয়সে করছ কি ??
খাও না খানিক মশলা গুলে হুকোর জল আর হরতকী
ঠান্ডা হবে মাথায় আগুন, শান্ত হবে ছটফটি,,,,
বৃদ্ধ বলে থামনা বাপু সব তাতে তোর পটপটি !!””
ঢের খেয়েছি মশলা পাঁচন, ঢের মেখেছি চর্বি
তুই ভেবেছিস আমায় এখন চাল মেরে তুই করবি ফেল ??
বলতে গেলাম তাও কি হয়, অমনি হঠাৎ ঠ্যাং নেড়ে
আবার বুড়ো হুড়মুড়িয়ে ফেললে আমায় ল্যাং মেরে !!”””