মানুষ কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম মানুষ কবিতা ও স্টেটাস । আশা করছি আপনাদের কাছে পড়তে পেরে অনেক বেশি ভালো লাগবে। আরো পড়ুন>>> গরমের কবিতা ও স্ট্যাটাস
মানুষ কবিতা
হরেক রকম মানুষ আছে এই জগতে ভাই
দেখতে শুনতে মানুষ হলে সেতো মানুষ না ভাই !!
কালো, সাদা, শ্যামল বরণ এই রংয়ের
ও মানুষ আছে এই জগতে ভাই
তাই বলে কি মানুষ তারা তাতো কথা নাই !!
ভালো মানুষ খারাপ মানুষ
দুই ধরনের মানুষ আছে এই জগতে ভাই !!
বিবেক বুদ্ধি আছে যার সেইতো মানুষ ভাই
বিবেক বুদ্ধি যার নাই সেতো মানুষ না ভাই !!
মানুষ সৃষ্টির সেরা জীব তাতে কোন সন্দেহ নারে ভাই ,,,,
মানুষের সাথে সুসর্ম্পক আছে যার সেতো সঠিক মানুষ ভাই ,,,,
সেই মানুষ একে অন্যের উপকারে আসবে সেইতো প্রকৃত মানুষ তাই ।
মানুষ তো মানুষের জন্য এতে কোন সন্দেহ নাই !!!!
মানুষ হতে হলে ভাই
সত্য কথা ও সদ কাজ থাকা চাই !!!!
সুখে দুঃখে পাশাপাশি থাকা এইটাই তো ভাই
সকল ধরনের মানুষের বিবেক হওয়া চাই !!!!
মানুষ নিয়ে স্ট্যাটাস
শুধু মানুষের মত দেখলেই যে মানুষ তা কিন্তু না । প্রকৃত মানুষকে মানুষ বলে সবাই । এই পৃথিবীতে মানুষ সৃষ্টির সেরা জীব । আল্লাহতায়লা অনেক সখ করে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ যেমন সুখে দুঃখে বিপদে-আপদে এবং মানুষের উপকারে যে মানুষ আসে সেই প্রকৃত মানুষ। মানুষ হতে হলে বিবেক-বুদ্ধি খরচ করে মনুষ্যূত প্রকাশ করতে হবে।