গরমের কবিতা ও স্টেটাস

গরমের কবিতা ও স্টেটাসঃ আপনাদের জন্য নিয়ে এলাম অনেক সুন্দর ও অনেক মজার সব গরমের কবিতা ও স্টেটাস। আশা করছি আপনাদের সবাইর কাছে পড়তে অনেক আনন্দ লাগবে।                                                                       আরো পড়ুন >>>> আমার উপভোগ্য গ্রীষ্মকালীন ছুটি ভাবসম্প্রসারণ

গরমের কবিতা ও স্টেটাস

গরমের কবিতা ও স্টেটাস

গরমের কবিতা ও স্টেটাস

আচ্ছা গরম, লাগছে গরম
বিষণ গরম, চরম গরম !””
এই গরমের তাপেতে
মনটা আমার হাফে যে,,,,,

গরম গরম গরম……এই কেমন গরম
লাগছে কেন চরম, এই দেখছি গরম
গরম গরম গরম,,,,,,,,,

গরমতো নয় যেনো লাগছে বিষণ ক্লান্তি
গলা যেনো শুকিয়ে আসে প্রতি সেকেন্ড অবদি,,,,,
গরমতো নয় যেনো আগুনেরই গোলা
তাপ সেতো নয় যেনো আগুনেরই হেলা,,,,,

গরম সেতো আচ্ছা গরম
গরম সেতো মহা গরম,,,,
এই গরমে পাই আমরা বিষণ তাপের চাপ 
এই গরমে দেখি আমরা রোজ গোসলের ছাপ !”””

সকাল, দুপুর, রাতে
কেমনি থাকি এই গরমে,,,,,
ইচ্ছে করে সারাটা ক্ষণ থাকি মুসুল ধারে !”””

সারাটা দিন ইচ্ছে করে বসে থাকি পুকুর ঘাটে
সারাটা ক্ষণ পানিতে শুধু ডুব লাগাই ,,,,,

বাতাস ছাড়া এই গরমে যেমন গতি নাই ,,,,,
ঠিক তেমনি পানি ছাড়া এই গরমে কোন উপায় নাই !“””””

বিষণ এই গরমের তাপে 
কেমন জানি আছি চাপে,,,,
কেমন জানি হাফিয়ে উঠি
ইচ্ছে করে শুধু পানিতে থাকি !!””

গরমের স্টেটাস

গরমের স্টেটাস

গরম বলতে আমরা গ্রীষ্মকালকে বুঝে থাকি। গরমে আমাদের যেমন প্রকৃতি নিষ্ঠূর মনে হয়। শুধু গরম আর গরম যেদিকে যাই গরমের হাত থেকে যেনো রেহাই নাই। গরম ছাড়া আমাদের এই প্রকৃতি সত্যিকারে বোঝার উপায় নাই। গরমে আমরা যেমন একটু বেশি হাফিয়ে উঠি আর কেমন জানি রোদের কারনে সারা শরীর ঘামে বিজে যায় তেমনি এই গরম অর্থাৎ গ্রীষ্মকালে আমরা কিন্তুূ নানা ধরনের ফল পেয়ে থাকি প্রকৃতি থেকে। এই গরম আসে বলেই তো আমরা বর্ষার আনন্দ খুজে পাই। এই গরম আসে বলেই আমরা শীতের কনকন কাপুনি বুঝতে পাই। গরম আসে বলেই আমরা পানির মর্ম বুঝতে পাই। গরমে ইচ্ছে করে শুধু বরফ ঢেলে ঠান্ডা পানি পান করতে,গরমের কারনে আমরা পানির মধ্যে নানা আনন্দ খুজে পাই। গরমের যেমন অপকার আছে তেমনি গরম থেকে আমরা নানা রকম উপকার পাই। গরম আমাদের জন্য অনেক আনন্দ ও মজাদার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!