বেলের উপকারিতাঃ আমাদের দৈনদ্দিন কাজে শরীর থেকে অনেক এনার্জি ব্যয় হয় আর তাই আমাদের উচিত যেসব জিনিস খেলে শরীরের শক্তি কর্ম ক্ষমতা বৃদ্ধি পায় এমন কোন ফল জাতিয় খাবার খাওয়া অতি প্রয়োজন হয়ে পড়ে। আর তাই আমাদের সকলের জানা বেলের উপকারিতা সমন্ধে। আরো পড়ুন>>>তেতুঁল ও পাতার উপকারিতা
বেলের উপকারিতা
১. বেলের শরবত শরীর ও মনে তৃপ্তি জোগায় ।
২. হজমি শক্তি বৃদ্ধি করে।
৩. স্মৃতি শক্তি বাড়ায় ।
৪. বেল ডায়রিয়া ও আমাশয় রোগে ধন্বন্তরী ওষধ।
৫. পাকস্থলীতে উপকারী পরিবেশ তৈরি করে।
৬. বেলের শরবত কোষ্ঠকাঠিন্য দূর করে।
৭. পাইলস, অ্যানাল ফিস্টূলা, হেমোরয়েড প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে।
৮. শরীরের কার্যক্ষমতা সাভাবিক রাখে।