ইসবগুলের ভুষির উপকারিতাঃ ইসবগুলের ভুষি নামটা অনেক পরিচিত আমাদের সকলের কাছে। অনেকে ইসবগুলের ভুষির শরবত হিসেবে খেয়ে থাকে রোজা কিংবা যেকোন সময়ে। পাকিস্তান, ইরান এবং এরাবিয়ান দেশ গুলোতে এর বেশি চাষ হয়ে থাকে। অনেকে সারারাত ইসবগুলের ভুষি ভিজিয়ে রেখে পরের দিন সকালে তা পান করেন। ইসবগুলের ভুষির উপকারিতা অনেক বেশি। আরো পড়ুন>>> তরমুজের উপকারিতা
ইসবগুলের ভুষির উপকারিতা
১. পেটের প্রায় সব ধরনের অসুখ থেকে মুক্তি পেতে ইসবগুলের ভুষি অনেক প্রয়োজনীয় ভুমিকা পালন করে।
২. পেট ঠান্ডা রাখতে ইসবগুলের ভুষির ভুমিকা অনন্য।
৩. পেট ব্যথা দুর করতে ইসবগুলের ভুষি খেতে পারেন।
৪. এতে প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড রয়েছে। যার ফলে কষ্ঠকাঠিন্য দূর হয়।
৫. অ্যামাশয় কিংবা অর্শ্ব রোগ থেকে দূরে থাকতে ইসবগুলের ভুষির গুরুত্ব অনেক।
৬. ইসবগুলের ভুষির পেট ভরা রাখতে সাহায্য করে।
৭. বদহজমের সমস্যা থাকবে না।
৮. চিকন স্বাস্থ্য মোটা হয়।
৯. দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।
১০. হাতের ব্যথা কিংবা শরীরের জয়েন্টে কোথাও কোনো ব্যথা থাকলে নিয়মিত ইসবগুলের ভুষির খেলে ঠিক হয়ে যাবে। বাতের ব্যথা নিরাময়ে করে।
১১. ইসবগুলের ভুষি রক্ত পরিস্কারে সাহায্য করে।