ভালোবাসার কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম একে বারে নতুন ও ভালো লাগার মতো ভালোবাসার কবিতা। আশা করছি আপনারা পড়ে অনেক অনুপ্রাণিত হবেন। আরো পড়ুন>>> ভালবাসার কবিতা
ভালোবাসার কবিতা
ভালবাসি
তোমায় নিয়ে জল্পনা কল্পনা
ভালবাসি তোমায় অল্পনা (কম নয়)
করকি আমার সাথে ছলনা
হে ললনা বলনা,,,,
তোমায় কি ভালবাসবো না ?
ধোঁকা দিবে কিনা জানিনা।
ভালবাসার দিও প্রতিদান
করনা কখনো অভিমান,
ভালবাসা নয় কোন খেলা
করবে যে তুমি হেলা
ভালবাসি তোমায় দিয়ে মন
রেখ প্রিয়া ভালবাসার মান !!!!
প্রতীক্ষা
একদিন শান্ত সকালে
স্কুলের কোলাহলে
নিতান্তই খেলাচ্ছলে
দিয়েছিলো সে প্রস্তাব
অবাক নয়নে চেয়ে থাকলাম
ক্রোধে ফেটে পড়লাম
অবশেষে বুঝলাম
মনে মনে হাসলাম
নিজেকে বোঝালাম
তারই মাঝে হারালাম
আজ আমি চেয়ে থাকি
মনে মনে শুধু ভাবি
সে আবার আসবে নাকি
বলতে আমায় ভালোবাসি !!!!
ভালোবাসার কবিতা
ভালোবাসার রং
ভালোবাসা…
গায় সাম্যের গান
সুর মাধুর্য ভাঙে শৃঙ্খল।
ভালোবাসা,,,
ভাসে মুক্ত ভেলায়
পালতোলা নাওয়ে উজান বেলায়।
ভালোবাসার…
নাই কূল প্রান্তর
নাই তল, নাই সমতল !!
ভালোবাসা,,,
তো জীবন্ত সজীব
ভয় বাঁধা জ্বলন্ত প্রদীপ !!
ভালোবাসা…
বলে হতে আমর
বিলিয়ে দিতে যা সুন্দর !!
ভালোবাসা,,,
এক অম্লান আশা
অনন্ত অক্ষর যার ভাষা !!
ভালোবাসা…
নয় পাবার আশা
যা সুন্দর অন্তরে মাখা !!
ভালোবাসা,,,
মানে অকৃত্রিম শ্রদ্ধা
মনের মধ্যে স্পষ্ট ব্যক্ত !!
ভালোবাসা…
মানে পবিত্র আত্মা
অসীমের মাঝে শৃঙ্খল সত্তা !!
ভালোবাসা,,,
হয় তরল পাতলা
প্রয়োজনে সে কঠিন অখন্ড !!
ভালোবাসা…
হয় শান্ত প্রকৃতিরচারি
ধার উজ্জ্বল অতি !!
ভালোবাসা,,,
হয় স্বার্থ ত্যাগী
অন্যের মঙ্গল প্রথম দাবি !!
ভালোবাসা…
মানুষের অন্তরে ধ্বনি
যার ব্যাপ্তি অনন্ত কাহিনী !!
ভালোবাসা,,,
তো উন্নত অতি-
কঠোর মানে মোমের বাতি !!
ভালোবাসা…
তো অনন্য উপলব্দি
অসীম জ্ঞানের সূক্ষ উক্তি !!
ভালোবাসা,,,
জানে জীবনের মানে
আনন্দ দুঃখের ক্ষণে-ক্ষণে
ভালোবাসা…
বলে মরু প্রান্তরে
তপ্ত রোদে দৃপ্ত পদে !!
ভালোবাসা,,,
উড়ে মুক্ত মনে
দ্বিধাহীন কোন অন্ত প্রাণে !!
ভালোবাসা…
আসে স্বর্গ হতে
মহৎ সে জানান দিতে !!!!
ভালোবাসো
আমি জানি,,,,
তুমি ভালোবাসো তেমন করে
মরুর বুকে যে তৃর্ঞ্চাত খুজেঁ পায় কাঙ্খিত
পানির দেখা,,,,
আমি জানি আমি জানি তুমি ভালোবাসো !!
কিন্তূ আবার ভাবি,
যদি সবগুলো তারা খসে পড়ে,
কিংবা মনে কর সব শুকিয়ে গেল,
পথিক হারাল না তার পথ !!
তারপর…?
তারপর আমি জানি,
আমি জানি তুমি ভালোবাসো
তেমন করে,
আমি ভালোবাসি তোমায় যেমন করে !!!!
ব্যস এইটুকু
ভালোবাসবো বলেই বেসেছি….
কোনকিছু না ভেবেই বেসেছি….
কিছু চাই না….
তুমি যেমন আছ সেইরকম-ই থেকো….
ব্যস এইটুকু….
রোজ সকালে ঘুম ভাঙানোর এস.এম.এস…
কলেজ ক্যাম্পাসে খুটিনাটি….
আর সেই রাগ দেখানো তুমি…
ব্যস এইটুকু….
সত্যি বলছি আর কিছু চাই না….
অতীতের কালো মুছে আলোকিত করেছ
আমার জীবন….
সবর্ত্র তোমায় আলোয় দৃশ্যমান হচ্ছে কিছু
মুহুর্ত….
ওই মুহুর্ত গুলো একটু একটু করে উপভোগ
করছি….
শেষ হতে দিতে চাই না….
কোন আবদার, কোন commitment,
কোনো কিছুই তুমি চাওনি….
শুধু চেয়েছিলে আমায়….
ব্যস এইটুকু….
বিকেলে রাস্তায় তোমার সাথে কাটানো
সময়….
তখনো তুমি কিছু চাওনি….
শুধু চেয়েছিলে আমায়….
ব্যস এইটুকু….
বিকেলে রাস্তায় তোমার সাথে কাটানো
সময়….
তখনো তুমি কিছু চাওনি….
শুধুই হেসেছিলে….
আর চেয়েছিলে আমায়, তোমার পাশে….
ব্যস এইটুকু….!!!!
তুমি কি শুনবে
তোমরা কি শুনবে কেউ
আমার কিছু কথা ?
আমার ভাল-মন্দ লাগা
কিংবা দুঃখ ব্যথা ?
মাঝে মাঝে নিজেকে
লাগে বড় একা,,,,
মনের মত বন্ধুর দেখা
পাবো আমি কোথা ?
চুপচাপ বসে থাকি
কিছুই লাগেনা ভাল,
অবচেতন মন বলে উঠে,
কিছু একটা কর !!
কিন্তু কি করবো আমি
পাই না কোন কাজ,
কখন যে পার হয়
সকাল-দুপুর-সাঝঁ !!
একা একা কোন কিছুতেই
সময় আর না কাটে,
ইশ একটা কাজ এখন যদি
থাকতো আমার হাতে !!
ভাল কিছু যখন আর
করার না থাকে,
উদ্ভট কিছু চিন্তা ভাবনা
মাথায় চলে আসে !!
সেই সব চিন্তা ভাবনার
আগা মাথা নাই,
চিন্তার সাগরে কখনো ডুবে
হাবুডুবু খাই !!
মাঝে মাঝে বিরক্ত হয়ে
বই নিয়ে বসি,
কি আর পড়বো ? এখন তো
লাগছে সবই বাসি !!
কখনো কখনো মনে হয়
কিছু একটা লেখি,
কখনো বা জানালা দিয়ে
দূরে তাকায়ে দেখি !!
চোখের দৃষ্টি মাঝে মাঝে
সুদূরে হারিয়ে যায়,
মনের গভীর কল্পনা ছেড়ে
অনন্ত নীলিমায় !!!!
কখনো আমি বন্ধুর কাছে
লিখতে বসি চিঠি,
উত্তরে প্রতিক্ষায় থাকে
আমার নয়ন দিঠি !!
চোখের সামনে ভাসে যে
কত রঙ্গীন স্বপ্ন,
মনের মাঝে জাগে কত
হাজারো জটিল প্রশ্ন !!
মাঝে মাঝে লিখে ফেলি
ছড়া কিংবা কবিতা,
কখনো পড়তে ভাল লাগে
রুপকথার গল্প কথিকা !!!!