ঈদের নামাযের নিয়তঃ ঈদুল ফিতর নামাযে আযান-ইকামত কিছুই ধরকার নাই। প্রথমে ইমাম তাকবীরে তাহরীমা বলিয়া হাত বাঁধিবে। তারপর সানা পড়িয়া পুনঃতিনবার তিনবার তাকবীর বলেন। প্রত্যেকবার কান পর্যন্ত হাত উঠাইয়া ছাড়িয়া রাখেন, তবে তৃতীয়বারের তাকবীরের পর হাত বাঁধিবেন। মোস্তাদীগণও ঐরুপ হাত উঠাইয়া চুপে চুপে তাকবীর বলিয়া শেষবারে বাঁধিবেন। তারপর ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহসহ মনে মনে পড়িয়া উচ্চ স্বরে সূরা ফাতিয়া ও অন্য একটি সুরা পাট করিবেন। এরপর রুকু সেজদার পর উঠিয়া দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়া ও সুরা পড়ার পর ঐরুপ তিন তাকবীর বলিয়া রুকু করিবেন। নামায শেষ করিয়া ঈমাম মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দেবেন। উপস্থিত লোকেরা তাহা মনোযোগ সহকারে শুনিতে থাকেন। ঈদের নামাযের মত খুতবা শোনাও ওয়াজিব। এই নামাজে অতিরিক্ত ৬টি তাকবীর বলিতে হয়।
ঈদের নামাযের নিয়ত
ঈদের নামাযের নিয়ত
ঈদের নামাযের নিয়তঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআ’লা রাকআতাই সালাতিল ঈদুল ফিতরি মাআ’সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থঃ আমি কেবলামুখী হয়ে ঈদুল ফেতেরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সহিত ইমানে পিছনে দাঁড়াইয়া পড়িবার নিয়ত করলাম।