রোমান্টিক কবিতা

রোমান্টিক কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম খুব সুন্দর সুন্দর রোমান্টিক কবিতা। আশা করছি পড়তে পেরে অনেক ভালো লাগবে।                                          আরো পড়ুন>>>ভালবাসার গল্প প্রথম দিন

রোমান্টিক কবিতা

রোমান্টিক কবিতা

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে !
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে

ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে !

স্বপন ভেঙে নিশ্তত রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও বুক ছমকে,-
জাগবে হঠাৎ চমকে !
ভাববে বুঝি আমেই এসে

বসনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা ! মিথ্যা স্বপন !
বেদনাতে চোখ বুঝবে-
বুঝবে সেদিন বুঝবে-

গাইতে বসে কণ্ঠ ছিড়ে আসবে যখন কান্না,
বলবে সবাই-সেই যে পথিক,
তার শেখানো গান না ?

আসবে ভেঙে কান্না !
পড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ !

পড়বে মনে অনেক ফাঁকি
অশ্রূ হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে-
বুঝবে সেদিন বুঝবে !

আবার যেদিন শিউলি ফুটে
ভরবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে
তোমার কঙ্কণ-
কাঁদবে কুটীর-অঙ্গন !

শিউলি ঢাকা মোর সমাধি
পড়বে মনে, উঠবে কাঁদি !
বুকের মালা করবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে-
বুঝবে সেদিন বুঝবে !

রোমান্টিক কবিতা

প্রস্থান

প্রস্থান

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো।
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো।

ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিয়ো, পত্র দিয়ো।

আর না হলে যত্ম করে ভুলেই যেয়ো, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে ?
আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে

পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায় ?
এক জীবনে কতটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা আর কষ্ট দেবে

ইচ্ছে ছিলো

ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে
সাম্রাজ্য বাড়াবো
ইচ্ছে ছিলো তোমাকেই সুখের পতাকা করে
শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো।

ইচ্ছে ছিলো সুনিপূণ সাজাবো তিমিরের সারাবেলা
পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো,
আহা তুমুল বাজাবো।

ইচ্ছে ছিলো নদীর বক্ষ থেকে জলে
জলে শব্দ তুলে
রাখবো তোমার লাজুক চঞ্চুতে,

জন্মাবধি আমার শীতল চোখ
তাপ নেবে তোমার দু’চোখে।
ইচ্ছে ছিলো রাজা হবো
তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,

আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে।

উল্টো ঘুড়ি

এতো সহজে ভালোবেসে ফেলি কেন !
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-
দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত ?

সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজেই ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।

সহজেই যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধরে,
আমি শুধু যাই দূরে !

আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে…
এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!