ছড়া – নদীর ছবি – স্বপ্ন – বাবুই পাখি

ছড়া গুলো আমার কাছে অনেক বেশী ভাল লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ছড়া গুলো অনেক ভাল লাগবে।                                                                         আরো পড়ুন >>> বৃষ্টির কবিতা

নদীর ছবি

এই যে আমার নীল পেন্সিল
সঙ্গে খাতা – বই
আঁকবো ছবি একটি নদীর
ত্রিশঙ্কূ – সই ।
নদীর ছবি আকিঁ দেখ
পেন্সিলটা দিয়ে
জলের সাথে শ্যাওলাটারে
দিচ্ছি কেমন বিয়ে ।
নদীর তীরে আছি এখন
বসে একটু ভাবি
নদীটা না কেমন কেমন !
কিছুটা অভাবি ।
বর্ষা এলে নৌকা চলে
তার পরেতে মরু
তীরে তীরে শুকায় লতা,
আর শুকায় তরু ।
নদীর বুকে অল্প পানি
পানির স্রোত সরু
নৌকা চলে কষ্ট করে
পাশে চলে গরু ।
কী আর করা গরু-নৌকা
আঁকতে হল শেষে
এই নদীতা খরস্রোতা আর
হবে কি এই দেশে !

স্বপ্ন

স্বপ্ন আঁকি স্মৃতির পাতায়
স্বপ্ন আঁকি মনে ,
স্বপ্ন আঁকি দূর আকাশে
চাঁদের হাঁসির সনে ।
স্বপ্ন আঁকি সবুজ ঘাসে
স্বপ্ন আঁকি নীড়ে
স্বপ্ন আঁকি বনে বনে
হাজার লোকের ভীড়ে ।
স্বপ্ন আঁকি পুকুর জলে
স্বপ্ন আঁকি মাঠে
স্বপ্ন আঁকি সেই ছেলেটির
মন আছে যার পাঠে ।

বাবুই পাখি

সৃষ্টি তুমি খোদার জানি
নিপুণ কারিগর
কষ্ট ক্লেশ হোক না যতই
বুনতে বাড়িঘর ।
এতবড় শিল্পী হয়েও
নেইতো অহংকার
কষ্ট কর ধৈর্য ধর
বুনতে বারংবার ।
কষ্ট যতই হোক না তোমার
বানাও সুখের নীড়
বাচ্চারা সব চিঁ চিঁ করে
জমায় সেথা ভিড় ।
দুষ্টু খোকা হাত বাড়িয়ে
ধরতে যখন চায়
ফুড়ুৎ করে উড়াল মারে
নাগাল কি কেউ পায় ?

ভোরের আকাশ

ভোরের আকাশ দেখবি যদি
খোকা খুকু আয়
নানান রঙের তুলির আঁচড়
খোদার মহিমায় ।
ঘুম ভাঙানি পাখিগুলো
গাইছে মধুর গান
হিম শির শির শীতল বাতাস
ভরে দেবে প্রাণ ।
সোনালি রঙ গায়ে মেখেে
উঠলো জেগে রবি
প্রভাত বেলার আকাশ যেন
বেহেশেতেরই ছবি !!

পাখির খেলা

হঠাৎ আমি চেয়ে দেখি
ছোট্ পাখির ছানা ,
একা একা খেলছে তারা
করছে না কেউ মানা ।
আকাশ পানে উঠছে কেউ
কেউবা গাছের ডালে ,
পুকুর পাড়ে যাচ্ছে কেউ
কেউবা টিনের চালে ।
খেলছে পাখি গাছের সাথে
ঠোঁটে নিয়ে গান ,
নাচছে তারা গাইছে তারা
মুখে হাসির বান ।

সোনার দেশ

বাংলা আমার সোনার দেশ
বাংলা আমার ভাষা
এ দেশেতে মরবো আমি
এটাই আমার আশা ।
সবুজ শ্যামল এদেশ আমার
সবুজ মাঠের খেলা
দেশ-বিদেশের পর্যটকরা
দেখে কাটায় বেলা ।
এদেশেতে ফোটে অনেক
গোলাপ বেলী জুঁই
ওদের দেখে ইচ্ছে করে
একটু খানি ছুঁই ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!