নয়ন তারার উপকারিতা

নয়ন তারার উপকারিতা

নয়ন তারা মূলত একটি ফুল গাছ। যা এখন বহুল আলোচিত ঔষুধি গাছ হিসেবে দেশে বিদেশে ব্যবহৃত হচ্ছে। নয়ন তারা ফুল গাছটি নিয়ে দেশে বিদেশে নানা ধরনের গবেষণা চলছে। নয়ন তারার উপকারিতা অনেক বেশি।                                                             Read more>>> এলাচি খাওয়ার উপকারিতা ও গুনাগুন

নয়নতারার উপকারিতা

নয়ন তারার উপকারিতা

১. ক্রিমি রোগে নয়ন তারা নিয়ম মাপিক সিদ্ধ করে খেলে ক্রিমি রোগ থেকে নিস্তার পাওয়া যাবে।
২. মেধার ধারন শক্তি যোগানে সহায়তা পাওয়া যায় নয়ন তারা ভেষজটি ব্যবহার করলে।
৩. রক্তে চিনির পরিমান কমাতে পারে নয়ন তারা ভেষজটি ব্যবহার করলে।
৪. নয়ন তারার ক্বাথ সেবনে রক্তের চাপ হ্রাস পায়। ৮/১০ দিন ব্যবহারের পর রক্তচাপ মেপে দেখা উচিত রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে।
৫. নয়ন তারা ফুল খেলে ডায়বেটিস  নিরাময়ে ভালো কাজ করে।
৬. ক্যান্সার নিরাময়ে নয়ন তারা ভেষজটি খেলে উপকার পাওয়া যায়।
৭. এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো কাজ করে।
৮. চুলকে ঘন ও কালো করে নিয়ম মাপিক নয়ন তারা সেবন করলে।
৯. এছাড়া চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য নয়ন তারার পাতার আঠালো সাদা রস মুখে লাগান যা দাগ,মেসতা পরিস্কার করে।
নয়ন তারা ফুল গাছটি ও পাতার রস নিয়ম মাপিক খেলে নানা ধরনের শারীরিক জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!