বাংলা কথা

বাংলা কথাঃ আপনাদের জন্য নিয়ে এলাম ভালো লাগার মতো দেখার মতো শিখার মতো জানার মতো কিছু বাংলা কথা। আশা করছি দেখতে পেরে ও পড়তে পেরে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।                                                                                                                        আরো পড়ুন>>> বাংলা কবিতা

বাংলাকথা

বাংলা কথা

বাংলা কথা

আমরা বাংলায় কথায় বলি এবং আমরা বাংলায় আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। বাংলায় সহজে আমরা কথা বলতে পারি বুঝতে পারি এবং অন্যকে বুঝাতে পারি। বাংলা কথা অনেক ‍কিছু শিখায় এবং শিখানো যায়। আসুন দেখে নি এমন কিছু বাংলা কথা।

বাংলা কথা

চরিত্র মানুষের অমূল্য সম্পদ !
যে সহে, সে রহে !
জ্ঞানহীন মানুষ পশুর সমান !
শিক্ষা জাতির মেরুদন্ড !
একতাই বল অথবা দশের লাঠি একের বোঝা !
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি !অল্প বিদ্যা ভয়ংকর !
বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ !
মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে !
অর্থই অনর্থের মূল !
বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃকড়ে !
দুঃখের মতো এতো বড় পরশ পাথর আর নেই !
যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না !আলো বলে অন্ধকার তুই বড় কালো, অন্ধকার বলে তাই তুমি আলো !
বিশ্রাম কাজের অঙ্গ এক সঙ্গে কাথাঁ নয়নের অংশ যেমন নয়নের পাতা !
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন !

আমরা এই ধরনের বাংলা কথা অনেক পড়েছি এবং এই কথাগুলোই আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। বাংলা কথার মাঝে আমরা সকল ধরনের সুখ শান্তি আশা ভরসা এবং অনুভূতি প্রকাশ করে থাকি। বাংলা কথার গুরুত্ব অনেক বেশী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!