চোখ যে মনের কথা বলেঃ আপনাদের জন্য নিয়ে এলাম পুরানো সেই দিনের কথা গান। আশা করছি আপনাদের কাছে দেখতে পেরে ভালো লাগবে। আরো পড়ুন>>> হৃদয়ের কথা
চোখ যে মনের কথা বলে
চোখযে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয় ,,
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই !!””
ছোট্র এ মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই !!””
তাইতো এ চোখ কখনও হাসে
অশ্রূরু জলে কখনও ভাসে
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবিঁর মত ছবি আকাঁ চাই !!””
সাধারণত গানের ভাষায় আমরা অনেক কিছু মনের কথা বুঝিয়ে থাকি। গানের সেই কথা গুলো বুঝতে হলে সেই মন ও বুঝার মত ইচ্ছা শক্তি থাকতে হবে। তখন গিয়েই আমরা গানের কথা গুলো বুঝবো যদি মন দিয়ে শুনি ও বুঝার চেষ্টা করি।