রোমান্টিক ভালোবাসার এসএমএস

রোমান্টিক ও ভালোবাসার এসএমএসঃ আপনাদের জন্য নিয়ে এলাম ভালো লাগার মতো অসাধারণ সব রোমান্টিক ও ভালোবাসার এসএমএস। আশা করছি পড়তে পেরে অনেক ভালো লাগবে।                                                                                                    আরো পড়ুন>>> ভালোবাসার কথা মালা

রোমান্টিক ভালোবাসার এসএমএস

 

রোমান্টিক ভালোবাসার এসএমএস

আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ
জোসনা আমার আবেগ, বৃষ্টি আমার কান্না
রোদ আমার হাসি, কি করলে বুঝবে,,
তোমায় আমি কত ভালোবাসি !!””””
<<<<<***************************>>>>>

Ami holam akash, kosto amr mag
Josna amr abeg, bristi amr kanna
Rod amr hasi, ki korle bujbe,,
Tomay ami kto valobashi !!””””

রাত হলে রাত গভীর হলে তোমায় মনে পড়ে
ভীষন মনে পড়ে, শব্দের পাখিরা ঘুমিয়ে গেলে
চারপাশে কেবল শূন্যতা, নক্ষত্ররাও ঘুমিয়ে গেল,
নিশ্চিত নিরবতায়, তোমায় মনে পড়ে
ভীষন মনে পড়ে !!””
<<<<<***************************>>>>>

Rat hle rat gobir hle tomay mne pode
Bishon mne pode, shobder pakhira gumiye gele
Nisshit nirobotay, tomay mne pode
Vishon mne pode !!”””

ফিরিয়ে তুমি দেবে কি আমায় ?
কখনো যদি তোমাকে শুধাই ?
যাবে কি অদূরে চলে তুমি ?
যদি ভালোবাসি বলি তোমায় ?
আমারি স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখনো হয় ?
না বলোনা কিছুই তুমি, যদি ভালোবাসি বলি তোমায় !!”””
<<<<<***************************>>>>>

যদি কখনো মেঘবতি হয়ে আমার
হৃদয়ে উড়ে আসে ঝড়ো বাতাসে
আকাশের বুকে ভেসে যাওয়া সাদা মেঘ
এক রাশি তার কাছে গিয়ে একটু
ভয়ে বলবো ভালোবাসি !!”””
<<<<<***************************>>>>>

Jodi kokhno megboti hoye amr
Hridoye ude ashe jodo batashe
Akasher boke base jaowa shada meg
Ak rashi tar kase giye akto
Voye bolbo valobashi !!””””

বৃষ্টির জন্যে বসে আছি, বৃষ্টির পথ চেয়ে আছি
আজ বৃষ্টি নামবে, আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামবে
আকাশে মেঘ, বাতাসে স্বব্ধতা,,,,
আমার আকাঙ্খা বৃষ্টি হয়ে তুমি আসবে !!””””
<<<<<***************************>>>>>

রোমান্টিকভালোবাসার এসএমএস

তুমি কি আসবে ? পথ ভোলা নদীর দেশে
ঢেউয়ে, ঢেউয়ে ভাসব হৃদয়ে, হব দু জন সাথী,
তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভোরে,
আমারি মন ভাঙা ঘরে রোদেলা দিনে ফাগুন হবে ?
তুমি কি দেবে বাবুই পাখির ঠোটে বোনা সুখের বসতী ?
<<<<<***************************>>>>>

সুখে থাকো দুঃখে থাকো, খবর তো আর রাখো না
এখন তো আমায় ‍তুমি ভালো আর বাসো না !!
যতো ভালোবাসা ছিল দিয়ে ছিলাম তোমাকে
তবু তুুমি কিছুতেই বুঝলেনা আমাকে !!”””
<<<<<***************************>>>>>

Shuke thako dukhe thako khobor to ar rakhona
Akhon to amay tmi valo ar vasho na !!
Jto valobasha silo diye silam tmk
Tobu tmi kisutei bujlena amk !!””””

আমি প্রেম কি জানিনা, আমি প্রেম কি বুঝিনা
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে !!
কি জানি হায় কোন আগুনে
মরিবো আমি এই ফাগুনে !!”””
<<<<<***************************>>>>>

Ami prem ki janina, ami prem ki bujina
Shudu diki diki mon jay jole !!
Ki jani hai kon agunee
Moribo ami aei fagunee !!””””

ভালোবাসা পরিমাপের একক হল বিশ্বাস
একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে
তাদের ভালোবাসার পাল্লা তত ভারি হবে !!”””
<<<<<***************************>>>>>

তোমাকে ভালোবাসাটা যদি আমার পাগলামি হয়ে থাকে
তবে তোমাকে না পাওয়া পর্যন্ত
আমি সেই পাগলামি করে যাবো
তাতে যদি আমার প্রতি অভিমান হয়,
তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয় !!””
<<<<<***************************>>>>>

চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত
কেমন করে তোকে ছাড়া থাকি দিন রাত !!”””
<<<<<***************************>>>>>

প্রেমের স্বার্থকতা মিলনে বিরহ-বিচ্ছেদ হীনা মিলন
ততটা মধুময় নয়, বিরহ-বিচ্ছেদের পর মিলন
যতটা মধুময় হয় !!”””
<<<<<***************************>>>>>

মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে
ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে,
স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে
আপন ভাবি তোমাকে আমার,,,,
প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে !!”””
<<<<<***************************>>>>>

জোনাকির আলো জ্বেলে ইচ্ছের ডানা মেলে
মন চায় হারিয়ে যাই(কোন এক দূর অজানায় যেখান
আকাশ মিশে হবে একাকার,,,,
আর তুমি রাজকুমারী হবে শুধু আমার !!”””
<<<<<***************************>>>>>

রোমান্টিক ভালোবাসার এসএমএস

ভালোবেসে এই মন তোমাকে চায় সারাক্ষন
আছ তুমি মনের মাঝে, পাশে থাক সকাল সাঝেঁ
কি করে তোমায় ভুলবে এই মন,,,,
তুমি যে আমার জীবন !!”””
<<<<<***************************>>>>>

Valobashe aei mon tmk cay sharakhon
Asho tmi mner maje, pashe thako sokal shaje
Ki kore tomay vulbe aei mon,,,,
Tumi je amr jibon !!””””

কত যে ভালোবাসি মন ছুয়ে দেখ না
তুমি সারা একাকি এ প্রহর কাটে না
কত যে ভালোবাসি মন ছুয়ে দেখ না
সারাটি জনম তোমাকে শুধু চাই
তোমারি মাঝে আমি যে হারায় !!”””
<<<<<***************************>>>>>

একটি প্রকৃত ভালোবাসা হতে পারে
দৈহিক অথবা ঐশ্বরিক, সত্য ভালোবাসা হচ্ছে,,,,
এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ণ !!”””
<<<<<***************************>>>>>

মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো
হৃদয়ের মাঝে ছোট্র করে আমার ছঁবি একো
স্বপ্ন গুলো দিলাম তাতে, আরো দিলাম আশা
মনের মত সাজিয়ে নিও আমার ভালোবাসা !!”””
<<<<<***************************>>>>>

তোমার প্রেমে একটু বোকা হলাম না হয় আজকে
কে দেখেছে আমার মত তোমার মনের ভাজকে !!”””
<<<<<***************************>>>>>

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!