পুরানো সেই দিনের কথা
আরো পড়ুন >>> ভালোবাসার কথা মালা এসএমএস ছন্দ
পুরানো সেই দিনের কথা
আমাদের সকলেরই পুরোনো দিনের স্মৃতি আছে যা মনে করলে আমরা অস্থির হয়ে আবার সেই দিনে ফিরে যেতে চাই। আবার সেই দুষ্টামি সেই লুকোচরি, কানামাছি বৌ বৌ, সেই খেলার মাঠ আর খেলার সাথি বন্ধূ বান্ধবীরা। সেই পথ যে পথ দিয়ে স্কুলে যেতাম আর সেই পথ দিয়ে স্কুল শেষে আইসক্রিম ও বাদাম ভাজা খেতে খেতে বন্ধুদের সাথে বাড়ী ফিরতাম। বিকেলে খেলার মাঠে সবাই আবার এক সাথে হওয়া নানা রকমের খেলাধুলা করা আবার সন্ধার পর বাড়ী ফিরে পড়তে বসা। পরের দিন সেই আবার পুকুরে গোসল করতে গিয়ে গাছের উপর থেকে লাফা লাফি করা। আম গাছে উঠে আম পারা, পাখির বাসা থেকে পাখি অথবা পাখির ডিম নিয়ে আসা। রাতের বেলা পড়ার পাকে লুকোচরি খেলা আরো ইত্যাদি এই সকল কিছু আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটুকু মিস করি সেই দিন গুলি সেই খেলার সাথি বন্ধুদের। আর কি সেই দিন আমরা ফিরে পাবো।
পুরানো সেই দিনের কথা
রবীন্দ্রসঙ্গীতঃ
পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়
ওই সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায় !!
আয় আর একটি বার আয়রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,প্রাণ জুড়াবে তায় !!
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়
বাজিয়ে বাশিঁ গান গেয়েছি বকুলের তলায় !!
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কথায়
আবার দেখা হল সখা, প্রাণের মাঝে আয় !!