কষ্টের কবিতা

কষ্টের কবিতা নিয়ে আপনাদের জন্য আমার এই কবিতার আসর। কষ্টের কবিতা গুলো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনাদের পচন্দ অনুযায়ী আমি লিখেছি।                                                                                                                      আরো পড়ুন >>> দুঃখের কবিতা

কষ্টের কবিতা

সুখে থাকো সুখি হও এই মোর কামনা
বহু দূরে আছি বলে তুমি ভুলে যেওনা ।
আসা করে তোমার সনে বলেছিলাম কথা
তুমি কেন আমায় দিয়ে দিলে ব্যাথা ।

কষ্টের কবিতাআমি কিন্তু ভুলবো না তোমার মুখের কথা
আশা দিয়া কেন তুমি শেষে দিলে ব্যাথা ।
বুক ভরা ব্যাথা আছে কেহ নাই  বুঝি বার
চোখে ভরা জল আছে কেহ নাই মুছিবার ।

অভাগা যে দিকে চায় সাগর শুকিয়ে যায়
এ কেমন কপাল নিয়ে জন্মে ছিলাম হায় ।
আধাঁর রাতে পথ হারালে আমার ধার নিও
জীবন নদী পর পার আমায় দেখা দিও ।

আদর দিয়ে সোহাগ দিয়ে আপন করে নিয়ে
এখন কেন নিষ্ঠূর বন্ধু রইলা বিদেশ গিয়ে ।
অপরাধ যদি হয়ে থাকে ক্ষমা করে দিও
ব্যাথা দিয়ে যদি সুখী হও আরো ব্যাথা দিও ।

ইতি দিয়ে আমি কভু নাহি দিলাম ইতি
ইতির পরেও দিলাম তোমার সোহাগ চুম্বন স্মৃতি ।
চিঠি খানা দিলাম আমি রাখিও যতনে
দুর দেশ থাকি আমি শান্তি পাব মনে ।

কষ্টের কবিতা সমুহচিঠি দিলাম পত্র দিলাম কেন না আইলা
অবুঝ মনে প্রেম শিখাইয়া গেলে কেন চইলা ।
ফুল ফুটে ঝরে ঝায় বয় শুধু পাতা
মানুষ মরিয়া গেলে থাকে শুধু কথা ।

আমার কথা তোমার কি আযো মনে পড়ে না
তোমার কথা আমি যেনো আযো ভুলতে পারিনা ।
চিঠি দিও পত্র দিও দিও আমায় যাতনা
তোমার কথা মনে পড়লে আমায় ভালো লাগে না ।

তুমি আমার মনের ভিতর এমন করে আছো
প্রতি মুর্হূতে যেনো তুমি নিঃশ্বাসে থাকো ।
কি করে বুঝাবো আমি আমার মনের ব্যাধনা
তুমি ছাড়া কেমনে আছি বুঝাই তেতো পারিনা ।

তোমায় আশায় বইসা আছি বন্ধু আমি ললনা
আজও তুমি আসলানা তুমি হইলা চলনা ।
কেমন করে বইসা থাকি এই মোর সাধনা
তুমি আমার মনের মানুষ তুমি আমার বাসনা ।

আপনাদের জন্যই আমি আরো অনেক সুন্দর সুন্দর কষ্টের কবিতা নিয়ে আসবো আমার সাইটে। আশা করছি আপনাদের কবিতা গুলো অনেক ভালো লাগবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!