কষ্টের কথাঃ আপনাদের জন্য নিয়ে এলাম বাস্তব কিছু কথা যা আপনাদের অনেক কিছু জানতে দিবে ও বুঝতে দিবে। কষ্টের কথা নিয়ে আমার পেজে আপনাদের জন্য আরো থাকব কষ্টের কবিতা, ছন্দ , এসএমএস। আশা করছি আপনাদের কাছে অনেক ভাল লাগবে। আরো পড়ুন >>> কষ্ট
কষ্টের কথা
মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে, ভাবি শুধু তোমাকে, সব সময় অনুভবে স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে আপন ভাবি তোমাকে আমার প্রতি বিশ্বাসে নিশ্বাসে ।
যাকে ভালবাসো তাকে কখনোও বুঝতে দিওনা, তাকে তুমি খুব বেশি ভালবাসো ! যদি সে বুঝতে পারে, তুমি তাকে অনেক বেশী ভালবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে ! কারন মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না । !!!
কষ্টের ছন্দ
মনটা দিলামতোমার হাতে যতন করে রেখো
রিদয়ের মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো !
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা
মনের মত সাজিয়ে নিও আমার ভালবাসা ।
যদি কর সুখের আশা করিওনা ভালবাসা
ভালবাসা অতি কষ্ট এতে হয় জীবন নষ্ট
ভালবাসার শেষ ফল বুকে বেথা চোখে জল !
আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,,,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা…
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা
যেখানে জমা আছে অনেক ব্যথা,,,
কষ্টের উক্তি
হয়তোবা মাঝে মাঝে কিছু ভুল করে বসি, তাই বলে এই নয় যে আমি পচে গেছি ! আমি যেমন ছিলাম তেমনি আছি শুধু সময়ের সাথে বদলে গেছ তুমি ,,,
কষ্ট কখনোও কাউকে কষ্ট দেয় না সুখ ই মানুষকে কষ্ট দেয় । তাই সুখের পিচনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয় ।
যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাদে, সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা !
কষ্টের কবিতা
ওই দিগন্তে দেখ ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি
ওই পাখিটা ও পোষ মেনেছিল
একদিন ভালবাসায় !
ভালবাসায় বলবে কি অন্ধ আকর্ষণ
করতে চাইনা আমি র্তক ভীষণ ,
আমার দিক থেকে আজও তোমাকে ভালবেসে যাই ।
কষ্টের কথা এসএমএস
তোমার জন্য আমার শেষ অনুরোধ,
কখনোও পারলে ভালবেসো,,,আমাকে নয়,
অন্য কাউকে,,,তবে তোমার মতো করে নয়,
আমার মত করে,,, যাতে কোন চাওয়া থাকবে না,
থাকবে না কোন প্রাপ্তি । থাকবে শুধু প্রতিক্ষা আর ভালবাসা ।