অপরের ব্যবহারের ইতিবাচক ব্যাখ্যা করুনঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম শিখার মতো জানার মতো কিছু কথা অপরের ব্যবহারের ইতিবাচক ব্যাখ্যা করুন। আশা করছি পড়তে পেরে ভালো লাগবে।
আরো পড়ুন>>> প্রসন্ন এবং সদয় হোন
অপরের ব্যবহারের ইতিবাচক ব্যাখ্যা করুন
অনেক সময় উপযুক্ত প্রমাণ ছাড়া লোকে অন্যের কাজর্মের নেতিবাচক ব্যাখ্যা করে থাকে। অনেকে আত্মসর্বস্ত চিন্তায় ভোগেন, এবং মনে মনে ভাবেন যে সারা পৃথিবী তাদেরকেই লক্ষ্য বস্তু করে রেখেছে। এটা সত্য নয়। ইতিবাচক মনোভাব থাকলে একটি আনন্দময় ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং তার ফল স্বরূপ ভালো সম্পর্ক তৈরি হয়।
উদাহরণ স্বরূপ বলা যায়, আমরা কাউকে ফোন না করে পেলে, আশা করি যে উদ্দিষ্ট ব্যক্তি সুযোগ মত ফোনে যোগাযোগ করবে। দিন দুই ফোন না পাওয়া গেলে আমরা ধরে নিই যে, ভদ্রলোক ফোন করার কোনও আগ্রহ দেখাননি, কিংবা তিনি উপেক্ষা করেছেন। এগুলি নেতিবাচক চিন্তা। এমন হতে পারে যেঃ
## চেষ্টা করেছিলেন, লাইন পাননি।
## কোনও বার্তা রেখেছিলেন, কিন্তু তা পাওয়া যায়নি।
## কোনও জরুরী কাজে জড়িয়ে পড়েছেন।
## কোনও টেলিফোনের কথাই জানেন না।
এরূপ অনেক কারণ থাকতে পারে। সুতরাং তাকে সন্দেহের সুবিধা দিয়ে একটি ইতিবাচক অবস্থান থেকেই অগ্রসর হওয়া উচিত।