প্রসন্ন এবং সদয় হোনঃ একটু মৃদু হাসির কোনও দাম লাগে না, কিন্তু এই হাসি হেসে কেউ দরিদ্র হয়ে যায় না, লাভবান হয় এক পলকের এক টুকরো হাসির স্মৃতি হয়ত অমলিন থাকবে চিরকাল। পৃথিবী কেউই এত ধনী নয় যে ক্ষনিকের হাসি ছাড়াই দারিদ্রের কিছুটা অবসান হবে। হাসি পরিবারে আনে সুখ। ব্যবসাই তৈরি করে সদিচ্ছার সুস্থ বাতারণ।
আরো পড়ুন>>> আত্মসম্মান-বোধ
প্রসন্ন এবং সদয় হোন
হাসি বন্ধুত্বের নিশ্চিত স্বক্ষর, প্রান্তর বিশ্রাম, হতাশের আশা, ব্যথিতের ব্যথার প্রলেপ এবং বিপত্তির শ্রেষ্ঠ প্রতিষেধক। এই ধন কিন্তু ভিক্ষা করে, ধার ধারে, কিনে বা চুরি করে পাওয়া যায় না। কারন এই অমূল্য ধন কেউ সদিচ্ছায় না দিলে তার কোন মূল্যই নেই। তুমি ভুলো না। যাদের সহানুভূতি দেখাবার কেউ নেই তাদেরই হাসি মুখে সম্ভাষণ করা প্রয়োজন বেশি।
প্রসন্নতা আসে মানুষের শুভবোধ থেকে। হাসি নকল হতে পারে আবার আন্তরিকও হতে পারে। আন্তরিক হাসির প্রসন্নতাই বিবেচ্য। বস্তুত পক্ষে ভ্রকুটি করার থেকে হাসি শরীরের পেশীর প্রক্রিয়া হিসেবে সহজতর। হাসিমুখ সব সময়েই আকাঙ্ক্ষিত। কেই বা গোমড়া মুখের সান্নিধ্য চায় ? বেশি গোমড়া মুখ ওয়ালার উস্ন আন্তরিক হাসি যেমন হৃদয়কে প্রকাশ করে তেমনি কপট হাসিও মনকে চিনিয়ে দেয়।