বাচ্চারা দৈনন্দিন জীবনযাত্রা থেকে শিক্ষা গ্রহন করে ষ্ট্যাটাসঃ প্রিয় পাঠক বন্ধুরা শিশুদের নিয়ে জানার মতো শিখার মতো কিছু কথা নিয়ে সাজানো হয়েছে আমাদের এই পেজ। আশা করছি পড়তে পেরে ভালো লাগবে।
আরো পড়ুন>>> জ্ঞানই শক্তি
বাচ্চারা দৈনন্দিন জীবনযাত্রা থেকে শিক্ষা গ্রহন করে ষ্ট্যাটাস
অজ্ঞতার থেকে শেখার অনিচ্ছাই লজ্জাজনক। অনুকরণীয় ব্যক্তিরা দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেন। বাড়ন্ত বয়সে শিশুদের সততার মূল্য সম্পর্কে যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা কখনও নষ্ট হয় না। এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। সব পেশাতেই, তা সে ঠিকাদারী, আইনব্যবসায়ী, হিসাব রক্ষক ইত্যাদি সে যে পেশায় হোক না কেন সততার গুরুত্ব রক্ষতি হোক তা সকলেই চাই। নৈতিক শক্তি সততার থেকে অনেক বেশি শক্তিশালী। বস্তুপক্ষে নৈকিত বিশুদ্ধতা হচ্ছে সততার ভিত্তিভূমি।