ধৈর্য ধরুন উক্তি ষ্ট্যাটাসঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম শিখার মতো জানার মতো কিছু কথা উক্তি ধৈর্য ধরুন উক্তি ষ্ট্যাটাস। আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আরো পড়ুন>>> কাজ সম্পন্ন করার গৌরব
ধৈর্য ধরুন উক্তি ষ্ট্যাটাস
অনেকে বলেন একবার কোনও ইতিবাচক বা নেতিবাচক বস্তুর সংষ্পর্শে এলে তার কোনও প্রভাব পড়ে না। একথা সত্য নয়। পার্থক্যটা হয়ত দৃশ্যমান নয়; কিন্তু কিছু ঘটেই।
চীনে একধরনের বাঁশ আছে যাদের লাগানোর পর প্রথম চার বৎসর জল, সার দিতে হয়। কিন্তু বাঁশ গাছটি বাড়ে না। কিন্তু পঞ্চম বছরে বাঁশ গাছটি হঠাৎ ছয় সপ্তাহে ৯০ ফুট লম্বা হয়ে যায়। তাহলে কি বলা যাবে যে, বাঁশ গাছটি বাড়তে পাঁচ বছরই লেগেছে। বাইরে অবশ্য কোনও দৃশ্যমান পরিবর্তন ছিল না। কিভাবে শিকড় চালিয়ে শক্তি সংগ্রহ করেছে তা দেখা যায়নি, আবার জল এবং সার না দিলেও গাছটি বাঁচত না। প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং সঠিক কাজ করে যান। ফলাফল দৃশ্যমান না হলেও, কিছু ঘটবেই।