উদ্যমী হোন উক্তি ষ্ট্যাটাস

উদ্যমী হোন উক্তি ষ্ট্যাটাসঃ আপনাদের জন্য নিয়ে এলাম ভালো লাগার মতো শিখার মতো জানার মতো কিছু উক্তি ষ্ট্যাটাস উদ্যমী হোন উক্তি ষ্ট্যাটাস। আশা করছি পড়তে পেরে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

                                                         আরো পড়ুন>>> কাজের পরিকল্পনা ও প্রস্তুতি ষ্ট্যাটাস ও উক্তি

উদ্যমী হোন উক্তি ষ্ট্যাটাস

উদ্যম ব্যতীত কোনও মহৎ কাজ সিদ্ধ হয় না।

উদ্যম ও সাফল্য হাত ধরাধরি করে চলে। কিন্তু প্রথমে প্রয়োজন উদ্যমের। উদ্যম আত্মবিশ্বাস বাড়ায়, মনোবল উন্নত করে, আনুগত্য তৈরি করে এবং বলা যায় এটি একটি অমূল্য সম্পদ। উদ্যম ছোঁয়াচে- একজন থেকে অপরজনে সঞ্চারিত হয় একজন মানুষের কথাবার্তা, চলাফেরা এমনকি তার সঙ্গে করমদন থেকে তার অদ্যম অনুভব করা যায়। উদ্যম একটি অভ্যাসের মতো- এটি আহরণ করা ও অনুশীলন করা যায়।

অনেক বছর আগে চার্লস সোয়াব ( Charles Schwab ) বছরে এক মিলিয়ন ডলার বেতন পাচ্ছিলেন। তাকে জিঙ্গেস করা হয়েছিল যে, ইস্পাত তৈরিতে বিরল দক্ষতার জনই কি তাকে এত মাইনে দেওয়া হয়? চার্লস সোয়াব জবাব দিলেন, “আমার মনে হয় আমার শ্রেষ্ঠ সম্পদ হোল মানুষকে উদ্যমী করে তোলার ক্ষমতা এবং মানুষের মধ্যে যে শ্রেষ্ঠ শক্তি আছে তাকে প্রশংসা ও উৎসাহের দ্বারা জাগ্রত করে তোলা।”

জীবনে বাচাঁর মতো করে বাচঁতে হয়। মরার আগে মরে বেচেঁ থাকা বাঞ্চনীয় নয়। উদ্যম এবং আকাঙ্খা মানুষকে উৎকর্ষে পৌঁছে দেয়। এক ডিগ্রি উত্তাপের তফাতেই জল বাষ্প হয় এবং সেই বাষ্প পৃথিবীর বৃহত্তম উঞ্জিন চালাতে পারে। উদ্যমত্ত আমাদের জীবনে এই কাজ করতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!