বিশ্বাসযোগ্যতা উক্তি ষ্ট্যাটাসঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম জানার মতো শিখার মতো ভালো লাগার মতো কিছু বিশ্বাসযোগ্যতা উক্তি ষ্ট্যাটাস। আমার কাছে পড়তে পেরে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে পড়তে পেরে ভালো লাগবে।
আরো পড়ুন>>> ধৈর্য ধরুন উক্তি ষ্ট্যাটাস
বিশ্বাসযোগ্যতা উক্তি ষ্ট্যাটাস
আমরা সেই মেঘ পালকের গল্প জানি যে ‘নেকড়ে’ বলে চিৎকার করে গ্রামের লোককে ডেকেছিল। সে আসলে গ্রামবাসীদের নিয়ে মজা করতে চেয়েছিল। তার ডাক শুনে গ্রামবাসীরা তার সাহায্যের জন্য এসে দেখল, নেকড়ে নেই, এবং ছেলেটি তাদের দেখে উপহাস করল। গ্রামবাসীরা ফিরে গেল। পরদিনও ছেলেটি একই মজা করল। তারপর একদিন যখন সত্যি নেকড়ে বাঘ দেখল তখন সাহায্যের জন্য চিৎকার করল। গ্রামের মানুষ শুনল কিন্তু কেউ সাহায্যের জন্যে এগিয়ে এলো না। তারা এটি ছেলেটির একটি কৌশল বলে মনে করল, এবং ছেলেটিকে আর কেউ বিশ্বাস করল না। ছেলেটি জেগে বসে রইল, ঘুমোতে পারল না। এই গল্পটির নীতি শিক্ষা কী ?
নীতিশিক্ষা এইঃ
**মিথ্যা বললে বিশ্বাস যোগ্যতা নষ্ট হয়।
** একবার বিশ্বাস যোগ্যতা নষ্ট হলে, সত্য বললেও কেউ বিশ্বাস করে না।
সততা সচ্চরিত্রের গুণঃ
সত্যকে দুভাবে বিকৃত করা যেতে পারে।
১/ অসম্পূর্ণ ঘটনা অথবা তথ্যের মাধ্যম।
২/ অতিরঞ্জিত করার মাধ্যমে।