আদব কায়দা উক্তি ষ্ট্যাটাসঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম জানার মতো শিখার মতো ভালো লাগার মতো কিছু কথা উক্তি ষ্ট্যাটাস আদব কায়দা উক্তি ষ্ট্যাটাস। আমার কাছে পড়তে পেরে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে পড়তে পেরে ভালো লাগবে।
আরো পড়ুন>>> অপরের ব্যবহারের ইতিবাচক ব্যাখ্যা করুন
.আদব কায়দা উক্তি ষ্ট্যাটাস
সৌজন্যবোধ ও আদবকায়দা হাত ধরাধরি করে চলে। বাড়িতেও আদবকায়দা অনুশীলন করা দরকার, কেবল বাইরের মানুষদের ক্ষেত্রেই নয়। ভালো আদবকায়দাও সুবিবেচনার দ্বারা হৃদয়ের আন্তরিক ও ভালো লাগায় টেনে আনা যায়। ভালো আদবকায়দার অনুশীলনই সৌজন্যবোধ।
আত্মতৃপ্তি ছাড়াও ভদ্রতাও সৌজন্যবোধের অনেক সুবিধা আছে, যা কঠোর ব্যবহারে সম্ভব নয়। এই সমস্ত দেখে মনে হয় লোকে কেন সৌজন্যবোধ অনুশীলন করে না। রূঢ় ও অভদ্র লোকেরা হয়ত প্রাথমিক কিছু সুবিধা পেরে পারে; কিন্তু বেশির ভাগ লোকই এদের এড়িয়ে চলে, এবং অবশেষে রূঢ় ব্যক্তিদের সকলেই অপচন্দ করে। বাচ্চাদেরও অল্প বয়সে সৌজন্যবোধ শিক্ষা দেওয়া উচিত, একবার শিখলে তা সারা জীবন থাকবে।
স্মরণ রাখা দরকার, ভদ্রব্যবহার অন্যকেও ভদ্রব্যবহারে অনুপ্রাণিত করে। সেইজন্য ভদ্রব্যবহার অনুশীলন করা দরকার। সৌজন্য বিনয়ের লক্ষণ।