সহানুভূতিশীল হও উক্তি ষ্ট্যাটাসঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম ভালো লাগার মতো কিছু কথা উক্তি ষ্ট্যাটাস সহানুভূতিশীল হও উক্তি ষ্ট্যাটাস। আমার কাছে পড়তে পেরে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে পড়তে পেরে অনেক ভালো লাগবে।
আরো পড়ুন>>> প্রতিদিনের ব্যবহারে সৌজন্যমূলক আচরণ অনুশীলন করুন
সহানুভূতিশীল হও উক্তি ষ্ট্যাটাস
যখন তুমি কারুর সঙ্গে দুঃখ ভাগ করে নাও তখন দু’জনের দুঃখই কম হয়; যখন সুখ ভাগ করে নাও তখন সুখ বেড়ে যায়।
সহানুভূতিও সহমর্মিতার মধ্যে তফাৎ কোথায়?
সহানুভূতি হচ্ছে, আমি বুঝতে পারছি তুমি কি অনুভব করছো, ‘ আর সহমর্মিতা হচ্ছে, “তুমি কি অনুভব করছ তা আমিও অনুভব করতে পারছি। “ সহানুভূতিও ও সহমর্মিতা দুই-ই গুরুত্বপূর্ণ; এই দুইয়ের মধ্যে সহমর্মিতা বেশি গুরুত্বপূর্ণ।
যখন আমরা আমাদের খরিদ্দার, নিয়োগকর্তা, কর্মচারী এবং পরিবারের প্রতি সহমর্মিতা দেখাই তখন আমাদের সম্পর্ক কিরূপ হয়? অবশ্যই সম্পর্ক ভালো হয়। ফলে পারস্পরিক বোঝাপড়া বাড়ে, আনুগত্য, মানসিক শান্তি এবং উৎপাদনশীলতাও বৃদ্ধিপায়।
একজন ব্যক্তি মানুষের কিংবা একটি সম্প্রদায়ের বা জাতি কিভাবে এই তিন প্রকারের মানুষের সঙ্গে ব্যবহার করে।
*** বিকলাঙ্গদের প্রতি
*** বয়স্কদের প্রতি
*** অধীনস্থ ব্যক্তিদের প্রতি।
এই তিন শ্রেনীর মানুষ তাদের অধিকার রক্ষায় সমানতালে লড়াই করতে পারে না।