পরিবর্তন প্রতিরোধ করার ইচ্ছা উক্তি ষ্ট্যাটাসঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম জানার মতো শিখার মতো ও ভালো লাগার মতো কিছু কথা পরিবর্তন প্রতিরোধ করার ইচ্ছা উক্তি ষ্ট্যাটাস। আমার কাছে পড়তে পেরে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
আরো পড়ুন>>> কিভাবে মনকে পূর্বপরিকল্পনা অভ্যস্ত করতে হয়?
পরিবর্তন প্রতিরোধ করার ইচ্ছা উক্তি ষ্ট্যাটাস
মানুষ যখন নেতিবাচক অভ্যাস সম্পর্কে সচেতন হয় তখন সে পরিবর্তনের অভ্যাস করে না কেন? কারণ পরিবর্তনের দ্বায়িত্ব গ্রহণ করতে চায় না।
তাছাড়া এই অভ্যাস চালিয়ে যাওয়ার যে আনন্দ সেই অভ্যাস পরিবর্তনের কষ্টের থেকে বেশি। কারণ অভ্যাস না পরিবর্তনের করার কারণ হোলঃ- ১. পরিবর্তন করার ইচ্ছা নেই।
২. পরিবর্তনের জন্য যে শৃঙ্খলার দরকার তা নেই।
৩. অভ্যাস পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতনতার অভাব।
এই সব কারণে অনেক সময় আমরা আমাদের নেতিবাচক অভ্যাস ছাড়তে পারি না। এ বিষয়ে আমাদের একটি পথ বেছে নিতে হবে। হয় এই নেতিবাচক ব্যবহারকে আমার আগ্রাহ্য করব এবং আশা করব যে একদিন ত্রুটি অভ্যাসকে জয় করবে। ব্যবহারের পরিবর্তন অযৌক্তিক ভয়কে জয় করতে পারলেই এবং গতানুগতিকতার স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করলে ব্যবহারের পরিবর্তন আসে। স্বরণ রাখা দরকার আমরা বুঝে শুনেই ভয় পাই। সুতরাং ভয়কে বুঝে শুনেই ত্যাগ করা যায় এবং বোধ শক্তিকে বাড়িয়ে ভয়কে জয় করা যায়।
নেতিবাচক অভ্যাস পরিবর্তন না করার পক্ষে নিম্নলিখিত অজুহাতগুলি দেওয়া হয়ে থাকেঃ-
১.আমরা সব সময়েই এই ভাবে কাজ করে থাকি।
২. আমরা কখনও অন্যভাবে করিনা।
৩. এটি আমার কাজ নয়।
৪. আমার মনে হয় না ব্যবহার পরিবর্তন করলে কোন তফাৎ হবে।
৫. এই ভাবে ব্যবহার পরিবর্তনের জন্য আমার সময় নেই।