বাংলা আমার কবিতা

বাংলা আমার কবিতাঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম দেশ নিয়ে লেখা ভালো লাগার মতো সব বাংলা আমার কবিতা। আমার কাছে পড়তে পেরে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

                                                                                                      আরো পড়ুন>>> বাংলা কবিতা

বাংলা আমার কবিতা

মোঃ সরওয়ার হোসেনবাংলা আমার কবিতা

 

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার মা,,
বাংলা আমার জন্মভূমি
সবুজের এই গাঁ……….!!

মিষ্টি লাগে সবুজের হাসি
বাংলার এই রূপ,,
বাংলা আমার মায়ের ভাষা
মিষ্টি লাগে খুব……….!!

বাংলা আমার মাতৃভাষা
বাংলা মায়ের বুলি,,
এই ভাষাতে কথা বলে
হৃদয় দুয়ার খুলি………!!

বাংলা আমার মায়ের ভাষা
খোদার সেরা দান…….!!

সবুজ বাংলাদেশ

মোঃ বেলায়েত হোসেন

বাংলা আমার ভালোবাসার
সবুজ শ্যামল ভূমি,,
এমন সোনার দেশটিও ভাই
কোথায় পাবে তুমি………!

সবুজ মাঠের বুক চিরে ঐ
বয়ে গেছে নদী,,
পাহাড় ফেটে ঝর্রাধারা
বইছে নিরবধি………!

মাঠের পরে মাঠ হাজারো
ফুল ফসলে ভরা,,
হাওয়ার তালে দোলে উঠে
সবুজ ধানের ছড়া………!

দেশটা আমার মায়ায় ভরা
স্বর্ণ ভূমির দেশ,,
চতুর্দিকে রূপের বাহার
সবুজ বাংলাদেশ…………!!

বাংলা আমার কবিতা

এ দেশ আমার

সাইফুল ইসলাম সুমন

এ দেশ আমার সোনার কাঠি
সবুজ বরণ দেশ,
পাখ পাখালির সুরের মেলা
হাজার রূপের বেশ …!!

এ দেশ আমার ফুলের বাহার
শাখায় দোলে ফুল
যায় যে ছুটে স্রোতের মতো
হাসে নদীর কূল…!!

এ দেশ আমার সোনার মাটি
রাখাল বাজায় বাঁশি
ছায়াঘেরা গাছ-গাছালি
চাষির মুখে হাসি…!!

এ দেশ আমার মাতৃভূমি
শ্যামল দিঘির ঘাট
ছয়টি ঋতুর একটি দেশ
ফসল ভরা মাঠ…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!