ছড়া ও কবিতা খোকা ও প্রজাপতিঃ আদরের খোকা ও সোনামনিদের জন্য নিয়ে এলাম মজার মজার ও ভালো লাগার মতো সব ছড়া ও কবিতা খোকা ও প্রজাপতি। আশা করছি পড়তে পেরে তোমাদের কাছে অনেক ভালো লাগবে।
আরো পড়ুন>>> ছোটদের ছড়া কবিতা
ছড়া ও কবিতা, খোকা ও প্রজাপতি
আরিফ হাসান
একটা ছিল ছোট্র খোকা সেই খোকাটা রোজ
ঘাসের বুকে পাতার ফাঁকে করতো কিসের খোঁজ ?
সকাল দুপুর শান্ত বিকেল কিংবা সাঁজের বেলা
একটা কিছু খোঁজার ছলে করতো খোকা খেলা…!
খেলতে খেলতে এক দুপুরে সেই খোকাটা ঠিক
তিড়ি বিড়িং লাফিয়ে উঠে হাসলো খানিক ফিক,,
হেসেই খোকা দুই আঙুলে একটা কিছু ধরে
একটুখানি সামনে এনে দেখলো দু’চোখ ভরে…!
তার পরে ঠিক সেই খোকাটা করলো কি ভাই জানো ?
জানতে হলে কান দু’টোকে একটু কাছে আনো,,
দুই আঙুলের ফাঁকে খোকার ধরা ছিল যাকে
আদর করার ছলে খোকা বলল ডেকে তাকে,,
”প্রজাপতি প্রজাপতি রঙিন তোমার ডানা
রঙিন ডানায় বর করে তাই নেই যে ওড়ায় মানা…!
তোমার মতো রঙিন ডানার ওই যে আরেক জন
কী যে দারুন চেহারা তার উড়ু উড়ু মন…!
উড়ে উড়ে এই আসে সে আবার ছোটে দূরে
ডানায় নিয়ে রূপের বাহার বেড়ায় ঘুরে ঘুরে…!
তোমার মতো দেখতে দারুণ নাম বলো কী ওর
ও কখনো দেখতে পারে রঙিন আলোর ভোর ?
খোকার কথায় ডানা নেড়ে বলল প্রজাপতি-
বুঝিনে ভাই আমি তোমার কোনো মতিগতি…!
এই সেদিনও ভর দুপুরে যেই বসেছি ফুলে
অমনি তুমি আমার পাশে উঠলে খানিক দুলে…!
পেছন থেকে লেজটা ধরে যেই মেরেছ টান,,
ব্যাথার চোটে অমনি আমার বন্ধ হলো গান…!
আজকে আবার সেই তুমি ভাই দুই আঙুলে ধরে
এটা ওটা জানতে চেয়ে প্রশ্ন যে যাও করে…!
ঠিক আছে ভাই ছোট্র খোকা, ঠিক আছে ঠিক আছে
আমার মতো সেই পোকাটাও আসে ফুলের কাছে…!
ঘাসের কাছে ফুলের কাছে ওই পোকা যেই আসে,,
তখন দেখো ওদের ডানা রয় যে পাশে পাশে…!
আমার ডানা রয় না পাশে ওপর দিকে থাকে,,
আমি এবং ওই পোকারা কেউ থাকি না ঝাঁকে…!
ওই পোকাটার নাম হলো মথ রাতের বেলা ঘোরে,,
কেউ কেউ ঠিক ভর দুপুরেও গাছের পাতায় ওড়ে…!
আমিই কেবল দিনের বেলা এদিক ওদিক ঘুরি
ঘাসে ঘাসে নাচি এবং পাতায় পাতায় উড়ি…!!
রাজার রাজা
আফসার নিজাম
এক যে ছিলো রাজার রাজা রাজ্য পড়ার ঘর
প্রজারা সব সুখেই থাকে খোস থাকে অন্তর…!
প্রজা হলো চেয়ার টেবিল খাতা কলম বই
আরো আছে পুষি বিড়াল ছাদে ওঠার মই…!
রাজ্যপাটে মহান রাজা
কাউকে তিনি দেন না সাজা
উদার রাজার মন
প্রজার সেবা করে রাজার কাটে সারাক্ষণ…!
কলম খাতার সেবা করে লিখে প্রতি বেলা
রঙ তুলিটার সেবা করে আঁকে ছবি মেলা
সেবা করে চেয়ার টেবিল-মুছে নিজের হাতে
বিড়ালটাকে খাবার দেবে সকাল দুপুর রাতে…!
সেবা করে নিজের পোশাক নিজে নিজে পরে
সেবা করে ছোট্র মইরে ছাদের ওপর চড়ে
এমন রাজার সেবা পেয়ে প্রজারা খুব খুশি
আনন্দে তাই নাচতে থাকে চেয়ার টেবিল পুষি…!
উঠিস না ক্যান
রেদওয়ানুল হক
উঠিস না ক্যান
ছুটিস না ক্যান,,
গোলাপ হয়ে
ফুটিস না ক্যান…!
ভোরের আলো
লুটিস না ক্যান,,
মায়ার বাঁধন
টুটিস না ক্যান…!
জীর্ণ – জরা
কুটিস না ক্যান,,
উঠিস না ক্যান
ছুটিস না ক্যান…!