ভালোবাসার এসএমএস বাংলাঃ প্রিয় পাঠক বন্ধরা আপনাদের জন্য নিয়ে এলাম ভাল লাগার মতো ভালবাসার মানুষদের সাথে শেয়ার করার মতো সব ভালোবাসার এসএমএস বাংলা। আশা করছি পড়তে পেরে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আরো পড়ুন>>> ভালোবাসার কথা মালা
ভালোবাসার এসএমএস বাংলা
*** অল্প, অল্প মেঘ থেকে
হালকা হালকা বৃষ্টি হয়,,
ছোট, ছোট গল্প থেকে
ভালবাসা সৃষ্টি হয়…
মাঝে, মাঝে স্বরন করলে
সম্পর্কটা মিষ্টি হয়…..!!
*** এক বিন্দু জল যদি
চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা
সুধু তোমার কথা বলে…
মনের কথা বুঝনা
তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই…!!
*** ভালবাসা মানে আবেগ দ্বারা
নিয়ন্ত্রিত হৃদয়ের,
অভ্যন্তরীণ একটা অনুভুতি
যা কেবল- শুধু মাত্র ভালবাসার
মানুষের সামনে ভাষায়
অথবা আচরণে প্রকাশ হয়…!!
*** ভালবাসার এসএমএস
হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে,
প্রেমের এসএমএস
রিংটোন হয়ে বাজবো
আমি মিষ্টি মধুর সুরে,
কখনো ভেবোনা আমি
তোমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি
আমি তোমার নয়ন জুড়ে…!!
*** বন্ধু আমি চাইনা
তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে
দুঃখে দিও আমায় ডাক
তোমার মুখে কান্না
নয় দেখতে চাই হাসি,
মনে রেখো বন্ধু
তোমায় অনেক ভালোবাসি…!!
*** একটু ভালবাসা দিবি ?
যে ভালবাসায় থাকবে না কোন দুঃখ,
থাকবে না, না পাওয়ার যন্ত্রণা
থাকবে না মায়া কাঁন্না,
থাকবে শুধু সীমাহীন অনুভূতি
যেই অনুভূতি কে সাথী করে
কাটিয়ে দিবো সারাটা জীবন…!!
*** যত দূরে হারিয়ে যাও
আমি তোমাকে খুঁজে বের করবোই,,
যতই পর ভাবো আমায়
আমি তোমাকে আপন করে নেবো…
যতই ঘৃনা কর আমায়
আমি চিরদিন এভাবে তোমায়
ভালবেসে যাবো,,
যতই পাষাণ হোক তোমার মন
ওই মনে আমার জন্যে
ভালবাসার ফুল ফুটাবোই….!!
ভালোবাসার এসএমএস বাংলা মেসেজ
*** পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলির জন্যে কিন্তু টাকা লাগে না বিনা মূল্যে পাওয়া যায় যেমন জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা…!!
*** ভালোবাসা হল প্রজাপতির মত, যদি শক্ত করে ধর মরে যাবে,, যদি হালকা করে ধর উড়ে যাবে আর যদি যত্ন করে ধর কাছে রবে…..!!
*** হাতে হাত কানের কাছে মুখটি এনে বলে, এসো না কাছে দুজন ভিজি আজ বৃষ্টির জলে…!!
*** যার কাছে সবকিছু বলা যায়,
যার হাতে হাত রেখে চলা যায়,,
যাকে আপন বলে ভাবা যায়,,,
যার কাছে বিশ্বাস টুকু,,,,
জমা রাখা যায়,,,,,
তাকেই তো ভালবাসা যায়…..!!
*** টিপ দিলেই বলিস
তুই টিপ হয়েছে বাঁকা,,
ঠিক করার অজুহাতে
আমায় ছুঁয়ে থাকা…
জ্বর এসেছে শুনলে
জানি কপাল ছুঁয়ে দিবি,,
ভালোবাসি বলতে গাধা
আর কত সময় নিবি ?
*** তুমি তার জন্য হাঁসো
যে তোমার জন্য কাঁদে,
তুমি তার জন্য হারো
যে তোমার জন্য জেতে….
আজীবন তুমি তাকেই ভালবেসো
যে তোমাকে তোমার,,
থেকেও বেশি ভালবাসে…..!!
*** ফুল কে ভালবাসো পাবে সুঘ্রান
ইসলাম কে ভালবাসো,
পাবে সকল সমাধান…
রাসুল (সাঃ) কে ভালবাসো হবে আদর্শবান,,,
আল্লাহ কে ভালবাসো হবে মহান…..!!
***রোজ সকালে রোদ পোহাতে
তোমার বাড়ি যাই,,
ধর বন্ধু আমার ঘরে
শীতের কাঁথা নাই….!!
*** আবার যদি রৌদ উঠে
মেঘ কেটে যায় মনের,,
আমি তোমার সঙ্গী হবো
সারা জীবন ধরে….!!