ভালবাসার মজার sms : প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম ভালো লাগার মানুষদের সাথে শেয়ার করার মতো কিছু ভালবাসার মজার sms. আমার কাছে পড়তে পেরে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি পড়তে পেরে আর ভালো লাগার মানুষদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগবে। ধন্যবাদ
আরো পড়ুন>>> প্রেমিকার মন খুশি করার sms
ভালবাসার মজার sms
জানিনা তুমি কে, আর কেনই বা ডাকি তোমায় আমি,, তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি,, তুমিতো অদেখা সেই স্বপ্ন, তুমি আমার কল্পনার রাজকুমারী…!!
*** তুমি আছো বলে মন ফুরফুরে,
সঙ্গে চিপস কুরকুরে,
তুমি হাঁসো বলে বৃষ্টি রিমঝিম,
কখনো পেপসি, কখনো আইসক্রিম,
তুমি বন্ধু বলে এত পাগলামি,
বন্ধু তুমি বড়ই হারামি…!!
### জীবনটা ধরো সাগর, আর হৃদয় তার তীর,, তুমি হলে সাগর, তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে তবে ব্যাপার হলো সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে…??
*** একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন করে রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে…!!
### ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন,, পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সেই ভালোবাসা জীবনের মধ্যে বিদ্যমান থাকে…!!
*** ফুল যদি পারে ভালোবাসা শিখাতে,
চাঁদ যদি পারে রাতকে জাগাতে,
মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে,
তুমি কি পারবেনা শত
কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে…??
*** ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে,
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,
হাত সাজাবো মেহেন্দি দিয়ে,
আর তোমায় সাজাবো আমি,,
আমার ভালবাসা দিয়ে …!!
### কতো সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালবেসে হারাবো দুজন,, মায়াবী তোমার আখি, দিওনা আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি, আমি তোমায় ভালোবাসি…!!
*** মনের নীল খামে, প্রথম চিঠি তোমার নামে, তাও আবার মনে মনে, পাঠিয়েছি মোবাইল ফোনে,, পরে দেখো শেষ লাইন, মিস করছি তোমায়…!!
### গোলাপ যায় শুকিয়ে,
চাঁদ যায় লুকিয়ে,
দিন যায় ফুরিয়ে,
পাখিরা যায় উড়িয়ে,
কথা দিলাম বন্ধু তোমায়
দেবো না আমি হারিয়ে,,
যদি রাখো তোমার হৃদয়ে,
থাকবো আমি তোমার হয়ে…!!
ভালবাসার মজার sms
*** কারো মন ভেঙে দিও না, পারলে হাড্ডি ভেঙ্গ, কারণ মানুষের হাড্ডি আছে ২০৬টা, দু’একটা ভাঙলেও কিছু হবেনা, কিন্তু মন থাকে একটাই, সেটাও যদি ভেঙে দাও আর কি থাকবে বলো…?
### হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজও ভালোবাসি তারে,, ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি, কি করে বোঝাবো তারে, আমি তাকে কতটা ভালোবাসি…!!
*** চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি, মন জমিনে নামিয়েছিলো মুসল ধারায় বৃষ্টি, তোর ঠিকানায় আছি আমি, মন পাড়াতে ঘুরি,, সেদিন থেকে, যেদিন নিলি মনটা করে চুরি…!!
### শীতের চাদর জড়িয়ে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটি দাও বিলিয়ে,,
শিশিরের শীতল স্পর্শে
যদি শিহরিত হয় তোমার মন,
তাহলে বুঝে নিও আমি আছি
তোমার পাশে সারাক্ষণ…!!
*** পথের পানে চেয়ে চেয়ে দিন কেটে যায়, কখন তুমি আসবে ওগো, বলো না আমায়…!!
### তোমার সাথে দেখা আমার বহুদিনের পরে,, কেমন ছিল এতদিন, তুমি আমায় ছেড়ে…!!
*** সত্যি করে বলো দেখি, একটা কথা মোরে,, বিয়ের পর মারবে নাতো, আমার ধরে ধরে…!!
### টানছো কেন আঁচল ধরে, সবাই দেখে নেবে,, বিয়ের পরে আমায় তুমি, আপন করে পাবে…!!
*** তোমায় আমি ভালোবাসি, বলতে পাই লাজ, মনে বহু সাহস ভরে, চিঠি দিলাম আজ…!!
### রূপের তুলনা নাইকো তোমার,
তুমি যে অপরূপা,
কিছুতেই তো যায়না ভোলা,
ক্ষণিকের সেই দেখা…!!
*** তোমার মুখে মিষ্টি হাসি, ভুলতে পারি নাই, তাইতো আমি তোমার আশায়, পথের পানে চাই…!!
### চোখে চোখে দু’জনার যেদিন দেখা হলো, পারলাম নাতো বলতে কিছু, অনেক বলার ছিল…!!
READ MORE>>> 60+Shera Bashai Kora Mahedi Design