অবহেলা বাংলা sms : প্রিয় পাঠক বন্ধরা আপনাদের জন্য নিয়ে এলাম কাছের মানুষের সাথে শেয়ার করার মতো কিছু অবহেলা বাংলা sms. আমার কাছে পড়তে পেরে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আরো পড়ুন>>> কষ্টের কথা
অবহেলা বাংলা sms
### ঠুকতে থাকে অবহেলার জীবন ! এভাবেই ভিড়তে থাকে সব, মনের গভীরে সিঁদুরে রঙ জমতে থাকে ক্রমশ..!
### একদিন মেঘের দেশে কষ্টগুলো লাউয়ের মাচায় বেড়ে উঠবে তরতরিয়ে,, তারই কিছু কচিডগা নেমে আসবে শ্রাবণ হয়ে অবহেলার শহরে..!
### সেদিন তুমিও ভিজবে এই সাহসীর মতো, অবহেলার চাদরে ফোটাবে ব্যথার নীরব প্রকাশ..!
### বছর শেষে তোরই তরে একটি গোলাপ পাঠিয়ে দিলাম গোলাপ গায়ে জাপটে থাকা সকল কাঁটা তুলে নিলাম..!
### নতুন বছর আসবে যেদিন পাঁপড়িগুলো তুলে নিবি, মন কাননের সবটা দিয়ে ইচ্ছে কথার জন্ম দিবি..!
### আগলে রাখিস যতন করে,
তিন’শ পৃষ্ঠার মলিন ভাঁজে,
ফেলে আসা দিনটাকে তুই,
অঙ্গে মাখিস নতুন সাজে..!
### ব্যস্ত সময় গড়িয়ে যখন,
জুটবে খানিক অবসর,
আমার মতো এমন করে,
যাস না হয়ে স্বার্থপর..!
### কথার আকাশ ফুটিয়ে তুলিস,
ঝরে পড়া পাঁপড়ি গায়,
আসবো আমি সময় করে
নিজের গড়া স্বপ্ন নায়..!
### আমার কিছু মানুষ চাই ফটিকজলের মতো,, স্বচ্ছ কিছু মানুষ ভীমবেগে ছুটে বেড়াবে বেদনার আকাশে ওড়াবে লাল-নীল ফানুস..!
### আমার কিছু সুখ চাই স্বাধীনাতর মতো, রৌদ্রকরোজ্জ্বল সুখ,, সাঁওতালি বিষাদ সরিয়ে হেমন্তের মাঠ জড়িয়ে ফোটাবে ভোরের মুখ..!
### যোগ-বিয়োগের জীবন বুঝি কষ্টে ভরা রোপণ, ভাবালু মন শিখরে নাচে বিষাদ করে গোপন..!
### মনের জমিন দ্বন্দে ভরা,
চোখের ভাষাও রুদ্ধ,
হাত জড়িয়ে ছুঁই না মানুষ,
হইনা তবু শুদ্ধ..!
### ভালবাসা বদলায় না,
বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না,
হারিয়ে যায় সময়গুলো..!
অবহেলা বাংলা sms status
### সকলের জীবনেই তো প্রেম আসে, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে জীবন কাটিয়ে দেয়,, আবার কেউ কেউ বাস্তব জীবনেই ভালবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করার সৌভাগ্য অর্জন করে..!
### আমি সত্যিই ব্যার্থ, কারণ আমি কখনোই তোমাকে বুঝাতে পারি নাই আমি তোমাকে কতটা ভালবাসি..!
### কাউকে একবার মন দিয়ে দিলে সেটা আর ফেরত নেয়া যায় না,, কারো জন্য একবার ভালোবাসা সৃষ্টি হয়ে গেলে, সেটা আর কখনো মুছে ফেলা যায় না,, সবকিছুই সয়ে যেতে হয় শুধু নীরবে, কিছুই করার থাকে না..!
### ভুল তোমারও ছিলো, সেটা তুমি বুঝনি, রাগ আমার ও ছিলো কিন্তু আমি দেখাইনি,, ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি,, কারন আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি..!
### মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমার নির্ঘুম রাতের কিছু মূহুর্ত তোমাকে দিয়ে দেই,, নির্ঘুম রাতের যন্ত্রণা একটু যদি তুমি বুঝতে,, জানি একটা ক্ষন সহ্য করার ক্ষমতা নেই তোমার,, এই যে জীবন কষ্ট,, পারবে না সইতে তুমি,, কেন আমার আকুতি তোমাকে ছুতে পারেনা ? কেন এত দূরে তুমি ?
### অনেক ভালোবেসে ছিলাম তোমাকে, কিন্তু তুমি তা কখনো বুঝোনি বুঝবে কি করে ?? তুমি তো আমাকে ভালোবাসনি,, ভালোবাসা বুঝতে যদি আমাকে ভালোবাসতে, হয়তো একদিন ভালোবাসা কি বুঝবে, সে দিন নীরবে কাঁদবে,, করে গেলে শুধু অবহেলা, আমি আজও ভালোবাসি তোমায়, আর সারাজীবন এভাবেই ভালোবাসবো..!
### তুমি ১দিন আমার মত কষ্ট পাবে,, তুমিও আমার মত চোখের জল ফেলবে, আর তুমি আমার কথা ভাববে কবে জানো ? যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে..!
### অতিথি পাখি হয়ে কারো জীবনে যেওনা, হয়তো তুমি তাকে কিছু দিন হাসাবে, কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়, সে সারাটি জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়..!
### জানি না আজ আমার কি হয়েছে, শূন্য মনের গহীন অতলে এক ঝড় উঠেছে ভিষন ভাবে তোমাকে মনে পড়ছে,, তোমার কথা ভাবতেই জল এলো ২ চোখের কোনে, কেমনে বলবো আমি একটু খানি ভালোবাসি তোমায়,, সেই সাধ্য দেওয়া হয়নি আমায়,, তবুও কেনো জানি তোমাকে অনেক ভালোবাসি..!
### আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে,, তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি..!
আরো পড়ুন>>> obosthan lyrics