সারাংশ:
একদা ছিল না জুতা চরণ যুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে ।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে
গেলাম ভজণালয়ে ভজন কারনে ।
দেখি সেথা এক জন পদ নাহি তার
অমনি জুতার খেদ ঘুচিল আমার ।
পরের দুঃখের কথা করিলে চিন্তন
আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ ।
সারমর্মঃ
পরের জন্যে দুঃখ অনুভব করলে নিজের দুঃখ হ্রাস পায় । পদহীন দুঃখী জনের কথা চিন্তা করলে কারো পায়ের জুতা না থাকার দৈন মনে স্থান পায় না । আসলে পরের দুঃখ কষ্টকে উপলবদ্ধি করার মাঝেই আত্মতৃপ্তি নিহিত ।