সারাংশঃ
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,
যুগ জনমের বন্ধু আমার আধাঁর ঘরের আলো ।
সবাই মনে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাশে পাশে ।
বিশ্বজনে নিঃস্ব করে, পবিত্রতা আনে,
সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে ?
বিনামূল্যে ময়লা ধূয়ে করে পরিস্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর ?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
সারমর্মঃ
নিন্দুক তার স্বভাব প্রকাশ করতে গিয়ে জ্ঞানীর উপকারই করে। সে পরের দোষটি ধরিয়ে দিয়ে তাকে সংশোধন করবার সুযোগ করে দেয়। এতে মানুষ আরো সুন্দর ও পবিত্র জীবনযাপনের সুযোগ পায়।