সারাংশঃ
সিন্ধু তীরে খেলে শিশূ বালি নিয়ে খেলা
রচি গৃহ, হাসি মুখে ফিরে সন্ধাবেলা
জননী অঙ্কোপরে প্রাতে ফিরে আসি
হেরে তার গৃহখানি কোথা গেছে ভাসি।
আবার গড়িতে বসে – সেই তার খেলা,
ভাঙা আর গড়া লয়ে কাটে তার বেলা।
এ যে খেলা- এর আছে কোন মানে?
যে জন খেলায় খেল-সেই শুধু যানে।
সারমর্মঃ
পৃথিবীর সর্বত্র ভাঙ্গা গড়ার খেলা চলছে। প্রতিটি জীবন মহাবিষ্ট্যের মত সে খেলায় মেতে রয়েছে। এভাবে কোন রহস্যের মায়াজালে মানুষ আবদ্ধ হয়ে আছে তা সে জানে না, জানে শুধু, যে এই খেলা খেলাচ্ছেন তিনিই যিনি সৃষ্টি করেন আবার ধ্বংসও করেন।