সারাংশঃ
জলহারা মেঘখানি বরষার শেষে
পড়ে আছে গগনের এককোণ ঘেঁষে।
বর্ষাপুর্ণ সরোবর তারি দশা দেখে
সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে।
কহে, ওটা লক্ষীছাড়া, চালচুলা হীন,
নিজেরে নিঃশেষ করি, কোথায় বিলীন।
আমি দেখো চিরকাল থাকি জলভরা
সরোবর, সুগম্ভীর নাই নড়াচড়া।
মেঘ কহে, ওহে বাপু, করো না গরব,
তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব।
সারমর্মঃ
উপকারীর উপকার স্বীকার করাই প্রকৃত মনুষ্যত্বের কাজ। কিন্তুূ আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা তাদের উৎসের কথা মনে রাখে না, উপকারের কথা মনে না রেখে নিজের স্বার্থোদ্ধারের পর উপকীকে পরিহাস করতেও কুন্ঠিত হয় না। এ রকম ব্যবহার তাদের প্রকৃত পরিচয় পাওয়া যায় বলে, উপকারীরাই সমাজে মর্যাদা পেয়ে থাকে।