ই-মেইলের উপকারিতা
ই-মেইল অর্থ ইলেকট্রনিক্স মেইল। এটা আমাদের আধুনিক বিজ্ঞানের একটি বড় অর্জন। আধুনিক যোগাযোগের জন্য এটা একটা গুরুত্বপুর্ণ মাধ্যম। মানুষ ই-মেইল সম্পর্কে জানতে বেশি আগ্রহী কারণ অন্য যেকোন যোগাযোগের মাধ্যম অপেক্ষা ই-মেইল সস্তা। এটা ছাত্রদের জন্য খুব উপকারী। ছাত্রদের অনেক বই ও গবেষণা পত্র ঘাটাঘাটি করতে হয়। কিন্তুূ সব কিছুই হাতের কাছের লাইব্রেরীতে বা বাংলাদেশের কোন লাইব্রেরীতে নাও পাওয়া যেতে পারে। কিন্তুূ ইন্টারনেটের সহায়তায় কোন ছাত্র যেকোন তথ্য পেতে পারে। ছাত্ররা ই-মেইল ঢুকতে পারে এবং তাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারে। এটার ব্যবহার বেশ সস্তা ও সহজ। তাছাড়া ই-মেইল ব্যবহার আমাদের সময় বাঁচাতে পারে। তাই ই-মেইল আমাদের অর্থ ও সময় বাচায়। এটা কাগজের ব্যবহারও কমায়। এসব দিক থেকে ই-মেইল বাংলাদেশী ছাত্রদের জন্য বেশ উপকারী। প্রত্যেক ছাত্রের ই-মেইল সুবিধা থাকা উচিত রয়েছে।