পাখি নিয়ে কবিতা ছন্দঃ আপনাদের জন্য নিয়ে এলাম অনেক সুন্দর সুন্দর ভালো লাগার মত পাখি নিয়ে কবিতা ছন্দ । আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আরো পড়ুন >>> পাখি ড্রেসি নিয়ে কবিতা গরমের কবিতা ও স্টেটাস
পাখি নিয়ে কবিতা ছন্দ
পাখি নিয়ে কবিতা
একটি পাখি হাসতে জানে
একটি পাখি ভালো,,,,
একটি পাখি বেজায় খুশি
মুখ ভরা তার আলো।
একটি পাখি ভিষণ দুখী
একটি পাখি কানা,,,,
একটি পাখি শুধুই কাঁদে
ভাঙা যে তার ডানা !””””
একটি পাখি হাসি খুশি
কখন ও বা দুখি,,,,
দুখের মাঝে সুখ আছে যার
সেই বড় সুখী !!”””
গাছের ডালে পাখির বাসা
পাখির বাসায় ডিম,,,,
ডিম থেকে সেই ফুটলো ছা
ছাটা যখন করলো হাঁ
একটা পোকা পড়লো ঢুকে
এক্কেবারে ছায়ের বুকে !,,,
বুকের ব্যাথায় লাফ দিয়ে ছা
ফেললো উড়া শিখে,,,
এই কথাটা সত্য নয়
রাখতে পারো লিখে !!”””
পাখি নিয়ে ছন্দ
পাখি যদি হইতাম বন্ধু থাকিত যদি পাখা
তোমার কাছে আসতাম উঠে হইত তবে দেখা !””
অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায় !”””
যারে পাখি উড়ে যা আমার ভালবাসা লইয়া
আদর যত্নে না পাইলে আসিও ফিরিয়া !!””
সাদা মেঘের বেলায় মন উড়তে চায় আজ
উড়ে উড়ে দেখবো পেখম মেলা মূয়ুরের সাজ !!
ওই পাখি তুই শুনে যা, একটি কথা শুনে যাস
আমায় এসে তুই রোজ বিকালে দেখে যাস !!!!