কবিতা আবৃত্তি

কবিতা আবৃত্তিঃ আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারন সব কবিদের কবিতা আবৃত্তি। আশা করছি পড়তে পেরে আপনাদের অনেক ভালো লাগবে।                        আরো পড়ুন>>> ছোটদের ছড়া কবিতা

কবিতা আবৃত্তি

কবি-রাণী

কাজী নজরুল ইসলাম

কবিতা আবৃত্তি

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি
আমার আমার এই রুপ সে যে তোমায় ভালোবাসার ছবি !!””

আপন জেনে হাত বাড়ালো
আকাশ বাতাস প্রভাত-আলো,,,,
বিদায় বেলার সন্ধা তারা
পূবের অরুণ রবি !!””

তুমি ভালোবাস বলে ভালোবাসে সবি !!””
আমার আমি লুকিয়ে ছিল তোমার ভালোবাসায়
তুমিই আমার মাঝে আসি
অসিতে মোর বাজাও বাশি,,,,
আমার পূজার যা আয়োজন
তোমার প্রাণের হবি !!””

আমার বাণী জয়মাল্য, রাণি !! তোমার সবি !””
তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি !”
আমার এ রুপ সে যে তোমার ভালোবাসার ছবি !!””

কবিতা আবৃত্তি

আজ সৃষ্টি সুখের উল্লাসে

কাজী নজরুল ইসলাম

আজ সৃষ্টি সুখের উল্লাসে-
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে !”

আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে-
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার-ভাঙা কল্লোলে !””
আসল হাসি, আসল কাদন
মুক্তি এলো, আসন বাঁধন,
মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে !!”

ঐ রিক্ত বুকের দুখ আসে-
আজ সৃষ্টি-সুখের উল্লাসে !!””

আসল উদাস, শ্বসল হুতাশ
সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,
ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস
গগণ ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে !!””

ঐ ধূমকেতু আর উল্কাতে
চায় সৃষ্টিটাকে উল্টাতে,,,,
আজ তাই দেখি আর বক্ষে আমার
লক্ষ বাগের ফুল হাসে,,,,
আজ সৃষ্টি সুখের উল্লাসে !!””

আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,
মদন মারে খুন মাথা তূণ
পলাশ অশোক শিমুল ঘায়েল
ফাগ লাগে ঐ দিক-বাসে

গো দিক বালিকার পীতবাসে;
আজ রঙ্গন এলো রক্তপ্রাণের
অঙ্গনে মোর চারপাশে ,
আজ সৃষ্টি সুখের উল্লাসে !!””

আজ কপট কোপের তূণ ধরি,
ঐ আসলো যত সুন্দরী,
কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন
কেউ মানেনি চোখের জলে বুক ভাসে !!””

তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না
বাণীর বীণা মোর পাশে
ঐ তাদের কথা শোনাই তাদের
আমার চোখে জল আসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে !!””

আজ আসলো ঊষা, সন্ধা,দুপুর,
আসলো নিকট, আসলো সুদূর
আসলো বাধা বন্ধ হারা ছন্দ -মাতন
পাগলা-গাজন-উচ্ছ্বাসে !!””

ঐ আসল আশিন শিউলি শিথিল হাসল শিশির দুবঘাসে !!””
আজ সৃষ্টি সুখের উল্লাসে !!””

আজ জাগল সাগর, হাসল মরু
কাঁপল ভূধর, কানন তরু
বিশ্ব ডুবান আসল তুফান, উছলে উজান
ভৈরবীদের গান ভাসে !!””

মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে
মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে ,,,,
আজ সৃষ্টি সুখের উল্লাসে !!””
আজ সৃষ্টি সুখের উল্লাসে !!””

বাংলাদেশ

কাজী নজরুল ইসলাম

কবিতা আবৃত্তি ছবি

নমঃ নমঃ নমঃ বাঙলাদেশ মম
চির-মনোরম চির-মধুর !”
বুকে নিরবধি বহে শত নদী
চরণে জলধির বাজে নূপুর !!””

শিয়রে গিরি-রাজ হিমালয় প্রহরী
আশিস্-মেঘবারি সদা তার পড়ে ঝরি,
যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে
ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর !!””

গ্রীষ্মে নাচে বামা কাল-বোশেখী ঝড়ে
সহসা বরষাতে কাদিয়া ভেঙে পড়ে,
শরতে হেসে চলে শেফালিকা-তলে
গাহিয়া আগমনী গীতি বিধুর !!””

হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে
ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে,
শীতের অলস বেলা পাতা ঝরার খেলা
ফাগুনে পরে সাজ ফুল-বধূর !!””

এই দেশের মাটি জল ও ফুলে ফলে
যে রস যে সুধা নাহি ভূমন্ডলে,
এই মায়ের বুকে হেসে খেলে সুখে
ঘুমাব এই বুকে স্বপ্নাতুর !!””

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!