জ্ঞানের কথাঃ আপনাদের জন্য নিয়ে এলাম শিখার মতো জানার মতো সব জ্ঞানের কথা। আশা করছি পড়তে পেরে জানতে পেরে আপনাদের কাছে অনেক বেশী ভালো লাগবে। আরো পড়ুন >>> শিক্ষণীয় গল্প
জ্ঞানের কথা
জ্ঞান এমন একটি ভান্ডার যা শত কুটি টাকা দিয়েও আমরা কিনতে পারবো না। তাই একটি দেশে সমাজে রাষ্ট্রে এবং কি যেকোনো জায়গায় লক্ষ করবেন বড় বড় জ্ঞানী ব্যক্তিরাই দেশ, রাষ্ট্র্য, সমাজ কিংবা সব ধরনের ব্যবসায় বানিজ্য এবং ছোট বড় কলকারখানাতে জ্ঞানীরাই পরিচালনা করছে এবং জ্ঞানী ব্যক্তিদের সম্মান অনেক বেশী। সৃষ্টিকর্তা সেই জ্ঞান সবাইকে দেননি। যাদের জ্ঞানী বানিয়েছেন সৃষ্টিকর্তা তাদের জ্ঞানকে মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য আর রাষ্ট্র্য পরিচালনাকরার জন্য তাদের জ্ঞানী বানিয়েছেন। বড় বড় ব্যক্তি কিংবা মনিষীরা এমন অনেক কথা রেখে গিয়েছেন যে সেই জ্ঞানের কথা গুলো আমরা যারা জানবো তা যেনো ভালো কাজে লাগাতে পারি দেশের কাজে মানুষের কাজে রাষ্ট্র্য ও সমাজের কাজে। তাই আসুন আমরা দেখেনি এবং জেনেনি সেই জ্ঞানের কথা গুলো।
জ্ঞানেরকথা
জ্ঞানেরকথা
১. বিদ্যা মানুষের বিশ্বস্ত বন্ধূ -লর্ড হ্যালিকাস।
২. যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়-প্রমথ চৌধুরী।
৩. আকাংখার কোন বিশ্রাম নেই – বুলওয়ার্থ লিটন।
৪. নিরাশ হয়ো না, তাতে আয়ু কমে যায় – এরিষ্টিটল।
৫. নির্দয় ব্যবহার সহনশীল লোকেরও ধৈর্য্যচুতি ঘটায় – জেমস হুইট কম্ব।
৬. রাতে শুয়ে দিনের কাজগুলি একবার মনে মনে ভেবো – ইমাম গাজ্জালী।
৭. মানুষ মাত্রই সংযম, শিক্ষা আবশ্যক – বেগম রোকেয়া।
৮. অসুস্থতা ঘোড়ায় চড়ে আসে কিন্তূ যায় পায়ে হেঁটে – ডোনাল্ড জি মিচেল।
৯. মানুষের কল্পনা শক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হত না – মার্শাল।
১০. একজন ভালো মানুষ সাধারণ জিনিসেই পরিতৃপ্ত থাকে – বেন জনসন।
১১. ঈশ্বরের পরবর্তী স্থানই হল পিতামাতার – উইলিয়াম পেন।
১২.নিরবতা মঙ্গল না করতে পারে কিন্তূ ক্ষতি করে না – জজ রিচার্ড।
১৩. সেই সবচেয়ে ধনী, যার নিজস্ব বলতে কিছু নেই – ফরাসী প্রবাদ।
১৪. যুক্তিতে না পারলে শক্তিতে দেখে নেব ইহাই বর্বর নীতি – শেখ সাদী।
১৫. গণতন্ত্র ও হিংসা এক সঙ্গে চলতে পারে না – হুমায়ূন আজাদ।
১৬. যে নিজের প্রশংসায় পঞ্চমুখ, সে মস্ত আহাম্নক – কুইন্টলিয়ান।
১৭. মানুষ যতই গোপন পাপ করুক না কেন শাস্তি সে প্রকাশ্যেই পাবে – এডমন্ড বার্ক।
১৮. দ্বীনের মূল হলো ইসলাম, খুটি হলো নামাজ এবং তার সর্বোচ্চ চূড়া হলো জিহাদ – তিরমিজী।
১৯.অল্পতে যারা সন্তূষ্ট তাদের ধ্বংস নেই – মলিয়ের।
২০. ভীরুরা যখন নিরাপদে অবস্থান করে তখন অন্যদের শাসাতে সাহস পায় – গ্যাট।
২১. প্রচারিই বানিজ্যের জীবন – কালবিন কোলিভজি।
২২. যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তা হলে সর্বনিম্ন স্থান থেকে শুরু করো – সাইরাস।
২৩. যে পতনকে ভয় করে সে কখনো জয়লাভ করতে পারে না- কিটস।
২৪. সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম – রবাট গ্রিন।
২৫. অভ্যাসকে জয় করাই পরম বিজয় – হযরত আলী (রাঃ)