সাফল্যের উক্তি -কিভাবে সাফল্যের পরিমাপ করা যায়

আপনাদের জন্য আমার কাছে অনেক শিক্ষনীয় সাফল্যের উক্তি রয়েছে যা আপনাদের জীবন চলার পথে অনেক টুকু পথ এগিয়ে নিয়ে যাবে । read more >> উক্তি সাফল্যের সংজ্ঞা

সাফল্যের উক্তি

সাফল্যতার উক্তি

সাফল্যঃ সাফল্য এবং অসাফল্য নিয়ে অনেক গবেষণা হয়েছে । এ বিষয়ে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন কোন ব্যাক্তিদের জীবন কাহিনী পড়ি তখন দেখতে পাই যে ইতিহাসের যে যুগেই তারা আবির্ভূত হোন না কেন তাদের একই রকমের অনেকগুলো গুণ থাকে ।

যে গুনাবলী তাদের সাফল্যের শিখরে পৌছে দিয়েছিল, সেগুলো কে চিন্নিত করতে পারলে এবং যথাযথ অনুসরণ করতে পারলে আমরাও সফল হবো।

অনুরূপভাবে সমস্ত অসাফল্যেরও কতগুলি বৈশিষ্ট্য আছে । যদি সেই বৈশিষ্ট্যগুলিকে এড়িয়ে চলি তাহলে আমরা বিফল হব না।

সাফল্যের মধ্যে কোন রহস্য নেই । সাফল্য কেবল মাত্র কয়েকটি মূল আর্দশকে নিয়মিত ভাবে প্রয়োগ করার ফলশ্রুতি ।

উল্টোটাও এইরকম ভাবে সত্যি । বিফলতা হচ্ছে কয়েকটি ভুলের ক্রমাগত পুনরাবৃত্তি, এইগুলি সরলীকরণ মনে হতে পারে কিন্তু।

আসল কথা হচ্ছে যে সমস্ত সত্যিই খুবই সরল একথা বলার উদ্দ্যেশ নয় যে মূল আর্দশ গুলি খুব অনায়াসে পালন করা যায়, কিন্তু এটা ঠিক যে এগুলি খুব জটিল বা অসাধ্য নয় ।

সফলতার উক্তি

যারা প্রায়ই হাসতে জানে এবং ভালবাসতে জানে,
যারা জ্ঞানী লোকের কদর পায়,
আর পায় বাচ্চাদের আদর,
সমঝদার সমালোচকের প্রশংসা পায়,
আর যারা মিথ্যা বন্ধুত্বের বেইমানি সহ্য করতে পারে,
যারা সৌন্দর্যের পূজারী,
যারা মানুষের মধ্যে মহত্ত্ব খুজে বেড়ায়,

উক্তি -কিভাবে সাফল্যের পরিমাপ করা যায় ?

কোন কাজ সুসম্পন্ন হলে এবং অতিষ্ঠ সিদ্ধি হলে যে অনুভূতি হয়, সেই অনুভূতিই সাফল্যের মাপকাঠি । জীবনে আমাদের অবস্থান দিয়ে সাফল্য বিচার হয় না । সেই অবস্থানে পৌছতে গিয়ে যে সমস্ত বাধা অতিক্রম করতে হয় সেই বাধা অতিক্রমের ক্ষমতা দিয়েই সাফল্যের পরিমাপ করা হয় । আমরা অপরের তুলনায় কিভাবে কাজ করছি তাই দিয়ে সাফল্য বিচার করা যায় না ।আমরা আমাদের শক্তি ও সামর্থ্যের কতটা ব্যবহার করতে পেরেছি তাই দিয়েই সাফল্য নির্ধারিত হয় । প্রকৃতপক্ষে সফল ব্যক্তিরা নিজের সঙ্গে প্রতিযোগীতা করে । তারা তাদের নিজেদের কাজের মান ক্রমাগত উন্নততর করার চেষ্টা করে চলে । জীবনে কত উপরে উঠা গেছে সাফল্য তা দিয়ে বিচার করা যায় না বরং কতবার বিফলতা সত্ত্বেও হতাশা অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে গেছে সেই ক্ষমতা দিয়েই সাফল্য নির্ধারিত হয় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!