সারাংশঃ
ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা
হে রুদ্র, নিষ্ঠূর হতে পারি তথা
তোমার আদেশে । যেন রসনায় মম
সত্যবাক্য ঝলি উঠে খর খড়গ সম
তোমার ইঙ্গিতে । যেন রাখি তব মান
তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান ।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে ।
সারমর্মঃ
অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেয়া সমান অপরাধ । তাই সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যে প্রয়োজন বোধে কঠোরতা অবলম্বন করতে হবে । অন্যায়কারী ও অন্যায়সহ্যকারী দুজনই বিধাতার কাছে সমান অপরাধী । এ সত্যই জীবনে আচরনীয় ।