শীতের কবিতা ও বিজয় দিবসের কবিতা

শীতের কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম । পড়ে দেখুন আশাকরি আপনাদের কাছেও শীতের কবিতা গুলো অনেক ভালো লাগবে । আপনারা চাইলে এগুলো ফেসবুকে শেয়ার করতে পারেন ।                                           আরো পড়ুন >>> শীত নিয়ে ছন্দ স্টেটাস

শীতের কবিতা ও বিজয় দিবসের কবিতা

শীত সোহাগী

শীত সোহাগী আসল দেশে
রূপের রাণী হয়ে
ভোর বিহানে সুখের ক্ষণে
হিম পবনে বয়ে ।

শীত সোহাগী আসলো দেশে
হিম কুয়াশায় মুড়ে
পিঠা পুলি সোনারোদে
মিঠে দানা গুড়ে ।

শীত সোহাগী আসলো দেশে
সোনা রোদের ঝিলিক
সোনার দেশ বাংলাদেশ
নয়া পাখির হিরিক ।

শীতের কবিতা

শীতের দিনে

শীতের দিনে মনে পড়ে তাকে
যে ছেলেটি উদোম গায়ে
দাঁড়ায় পথের বাঁকে ।

সে ছেলে কি পাবে জামা
সবার দ্বারে এসে ,
পৌষালী এই কঠিন দিনে
সুমা মনি ভাবছে কেন মিছে ।

শীতের দিনে মনে পড়ে তাকে
সে মেয়েটি খালি গায়ে
দাঁড়ায় পথের বাঁকে

সে মেয়েটি পাবে জামা
সবার দ্বারে এসে
কনকনে এই শীতের দিনে
সুমা মণি ভাবছে কেন মিছে ।

শীত

চুপি চুপি কোথা থেকে
এলো আজ শীত
গুন গুন গায় পাখি
শীত শীত শীত ।

কৃষকেরা ধান কেটে
পায় খুজে সুখ
পিঠাপুলি খাবে তাই
উজ্জল মুখ ।

রাখালেরা বাঁশি নিয়ে
সুর তুলে গায়
চারদিকে মাঠগুলো
ধানে ছেয়ে যায় ।

শীত এলো

শীত শীত শীত
আমাদের রাজ্যে
রাজকীয় সাজগোজে
ভাবে গাম্ভীর্যে ।

শীত এলো নীলা কাকা
সামিয়ানা ফুঁড়ে
হিম বায়ু কুয়াশার
চাদরটা  মুড়ে ।

শীত শীত শীত এলো
আহ কী ঠান্ডা !
কেঁপে কেঁপে দাদু বলে
গেল বুঝি জানডা ’ !

আমার বিজয়

এই তো বিজয় আমার বিজয়
কোটি প্রাণের চাওয়া
এই তো বিজয় এমন বিজয়
বুকের রক্তে পাওয়া ।
একাত্তরে ঘাম ঝরেনি
ঝরে ছিল রক্ত
তাই তো আমার এই বিজয়ের
ভিতটা হলো শক্ত ।
আমার বিজয় এমন বিজয়
বিশ্ববাসীর চেনা
মুক্ত হাওয়ার গন্ধ পেয়ে
রক্ত দিয়ে কেনা ।

বিজয় দিবসের শপথ

আবার এসেছে ষোলই ডিসেম্বর
স্বাধীনতার গর্বে কেঁপে উঠে অন্তর ।
তাই আজকের এই দিনটাতে

বিজয়ের লাল-সবুজ পতাকা হাতে
সেসব  বীর সেনাদের কবি স্মরণ ;
হাসি মুখে মৃত্য করেছে বরণ ।

ওদের জীবন

কেউ খাচ্ছে কোরমা পোলাও
কেউ পরোটা ঘিয়ে
কেউ সকালে নাস্তা সারি
কোপতা কাবাব দিয়ে ।

কিন্ত ওরা সারাটা দিন
খেটে খুটে মরে
অভাব ওদের নিত্য সাথী
চাল থাকে না ঘরে ।

ঘুমায় ওরা পথের ধারে
কিংবা সিড়িঁর  নিচে
স্বপ্নগুলো ধুকছে ওদের
পথের কালো পিচে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!