অধ্যবসায়ের শক্তি ষ্ট্যাটাস উক্তি

অধ্যবসায়ের শক্তি ষ্ট্যাটাস উক্তিঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম ভালো লাগার মতো জানার মতো শিখার মতো সব অধ্যবসায়ের শক্তি ষ্ট্যাটাস উক্তি। আমার কাছে পড়তে পেরে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে পড়তে পেরে অনেক ভালো লাগবে।

                                                                                        আরো পড়ুন>>> চেষ্টাই সাফল্য আনে

অধ্যবসায়ের শক্তি ষ্ট্যাটাস উক্তি

অধ্যবসায়ের বিকল্প নেই। যাদের সহজাত দক্ষতা আছে তাদেরও অধ্যবসায়ের প্রয়োজন। প্রকৃতপক্ষে সহজাত দক্ষতা ছিল, অথচ সফল হতে পারেন নি। এমন লোকের সংখ্যা কম নয়। প্রতিভাবানদেরও অধ্যবসায়ের প্রয়োজন। কথায় আছে, ‘সাফল্যবিহীন প্রতিভা’ অর্থাৎ প্রতিভা থাকলেই সফল হওয়া যায় না। শিক্ষাও অধ্যবসায়ের বিকল্প নয়। শিক্ষিত অথচ অসফল মানুষে পৃথিবীতে ভর্তি। অধ্যবসায় ও দৃঢ় প্রতিজ্ঞা মানুষেরাই সর্বশক্তিমান।

আপনার ক্ষমতা সর্বোত্তমরূপে প্রকাশ করা সহজ নয়। পথে অনেক বাধা-বিপত্তি। বিজয়ীরা বাধা-বিপত্তি অতিক্রম করে আরও কঠোর প্রতিজ্ঞা নিয়ে কর্মক্ষেত্রে প্রত্যাবর্তনের ক্ষমতা রাখেন।

পলায়ন নয়(Don’t quit)

পলায়ন নয়(Don't quit)

পলায়ন নয়(Don’t quit)

যখন কোনও কিছুই ঠিকমতো হয় না,
এবং কোনও নসা কোনও সময় এরকম হবেই,
যখন সামনে চলার পথ কেবল খাড়া চড়াই
যখন সম্বলহীন, কিন্তু ঋণের বোঝা ভারী,

যখন হাসতে গেলে র্দীঘশ্বাস বেরিয়ে আসে,
যখন দুশ্চিন্তার ভার চেপে বসেছে মনে,
তখন, যদি একান্তই ইচ্ছা হয়, তবে বিশ্রাম নাও,
কিন্তু রনক্ষেত্র ছেড়ে পালিয়ে যেও না।

আমরা জানি জীবনের পথে অনেক মোড়, অজস্র পাকদন্ডী,
এবং এই সবের জনেই জীবনের বৈচিত্র।
অনেক সময় পরাজয় এনেছে হতাশা,
যদি থাকতো অধ্যবসায় তবে
অনেক গুলিই হয়তো সাফল্যে রূপান্তরিত হোত।

তাই, ক্লান্তি যদি চলার গতি মন্থর করে দেয়,
তবুও হার মেনে যেও না।
আর একবার প্রাণপণ চেষ্টায় এগিয়ে চল,
এবার হয়ত জিতে যাবে।
বিফলতার জন্য পিঠেই সাফল্য।

সন্দেহের কালো মেঘ যখন আশার রূপালী রেখাকে
আড়াল করে দেবে,
তখন জানতেও পারবে না সাফল্য কত নিকটে।
যখন দূরে মনে হবে, তখন হয়ত সত্যিই খুব কাছে।
তাই, যদি কঠিনতম আঘাতও আসে, তবু যুদ্ধ চালিয়ে যাও,
অবস্থা সঙ্গীন হয়ে উঠলেও,
পলায়নের চিন্তা কোরো না।

অধ্যবসায়ের শক্তি ষ্ট্যাটাস উক্তি

প্রসিদ্ধ বেহালাবাদক ফ্রিটৎস ক্রিসলার কে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কী করে এত ভালো বাজাও? এটা কি ভাগ্যের জোরে? ক্রিসলার জবার দিলেন, অনুশীল করি বলেই ভালো বাজাতে পারি। আর কিছু ব্যাপার নেই এর মধ্যে। যদি একমাস অনুশীলন না করি তবে আপনিই তফাৎ বুঝতে পারবেন। 

অধ্যবসায় বা হার স্বীকার না করে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন দৃঢ় সঙ্কল্প। র্দীঘদিন ব্যাপী পরিশ্রম করার মধ্যে আনন্দ আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!