মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে ভাবসম্প্রসারণ

মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে ভাবসম্প্রসারণ

মূলভাবঃ মানব জীবনের দুই পিঠ সুখ ও দুঃখ। এর একটি ছাড়া আরেকটির অস্তিত্ব অসম্ভব।

ভাবসম্প্রসারণঃ বার্নাডশ বলেছেন “মানব জীবন হলো সুখ এবং দুঃখ দিয়ে গাঁথা একটি বিচিত্র মালা।” বার্নাডশ এর এ কথার সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত। আসলে দুঃখের অগ্নিপরীক্ষার মধ্য দিয়েই মানুষের মন হয়ে ওঠে শুচিশুভ্র। মানুষ লাভ করে মহিমান্বিত জীবন। মেঘাচ্ছন্ন আকাশে মেঘের অন্তরালে সূর্য ঢাকা পড়লে তাতে বিব্রত হবার কারণ নেই। কেননা মেঘাচ্ছন্ন আকাশে সূর্য আবার তার আলো ছড়াবেই। আর এটিই বাস্তবতা। মানুষের জীবনের শুরু থেকে শেষপর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় প্রতিটি ক্ষণেই তার অবস্থার পরিবর্তন হচ্ছে। আসলে নিরবচ্ছিন্ন সুখ কিংবা কারো জীবনে স্থায়ী হয় না। অন্ধকার না থাকলে যেমন মানুষ আলোর প্রয়োজনীয়তা বুঝতে পারে না, ঠিক তেমনি দুঃখ আছে বলেই মানুষ অনুভব করে সুখের অনুভূতি। আর সুখ ও দুঃখ একটি আরেকটির গুরুত্ব ও তাৎপর্যকে অনুধাবন করতে শেখায়। তাইতো দুঃখের অগ্নিপরীক্ষার মাধ্যমে সুখের আগমন ঘটে প্রতিনিয়ত। দুঃখের রাত যতই গভীরতর হতে থাকে সুখের প্রভাত ততই নিকটবর্তী হয়।

অমাবস্যার অন্ধকারে হারিয়ে যাওয়া চাঁদ আবার অন্ধকারের মধ্যেই অন্ধকার ভেদ করে নতুন রূপে উদিত হয়। প্রবাদ আছে- দুঃখের মতো এত বড় পরশপাথর আর নেই। অতএব কখনো ব্যর্থতায় হতাশ হয়ে পড়া উচিত নয়। কারণ আজকের ব্যর্থতাই আগামী দিনে সফলতার ইঙ্গিত দিচ্ছে- এটাই সত্য।

মন্তব্যঃ আশা-নিরাশায় দোলায়িত মানুষ দুঃখে মুষড়ে পড়ে। এটিকে সহজভাবে নিয়ে আশায় পথ চলাই জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!