কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর / মানুষের মাঝে স্বর্গ নরক ভাবসম্প্রসারণ

কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর / মানুষের মাঝে স্বর্গ নরক ভাবসম্প্রসারণ

 

মূলভাবঃ অপার্থিব জগতে স্বর্গ ও নরকের অবস্থান মানুষের মধ্যেই বিরাজমান।

সম্প্রসারিত-ভাবঃ ধারণা করা হয়, স্বর্গ নরকের অস্তিত্ব আছে পরলোকে। স্বর্গে বাস করে পুণ্যবান, ভোগ করে অনন্ত সুখ সম্ভোগ। আর নরকে বাস করে পাপাচারিগণ, ভোগ করে কঠিন শাস্তি। কিন্তুূ এ জগতেই আমরা এই স্বর্গ-নরকের উপস্থিতি প্রতিনিয়ত প্রত্যক্ষ করি। পৃথিবীর বুকে মানুষের মাঝেই এই স্বর্গ নরকের অবস্থান লক্ষ্যণীয়। নিজের কর্মফলের মধ্য দিয়েই মানুষ এখানেই স্বর্গ-নরকের ফল ভোগ করে। লোভ লালসা ইত্যাদি মানুষকে পক্ষান্তরে হিংসা, দ্বেষ, লোভ-লালসা অন্তর থেকে বিদূরিত করে সরল প্রাণে ঐক্য এবং শিঙ্খলার মধ্যদিয়ে কর্মের পথে অগ্রসর হলে এই ধূলির ধরার পৃথিবীতেই শান্তি ও সুখের স্বর্গ রচনা করা যায়।

মন্তব্যঃ মানুষের মাঝেই আমরা স্বর্গ নরক পেতে পারি । মানুষের ভিতর স্বর্গ নরক পরিলক্ষিত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!